বদলগাছীতে পর্নোগ্রাফি ভিডিও সরবরাহকারি ৭ জন গ্রেফতার

নওগাঁর বদলগাছীতে ৭ জন পর্নোগ্রাফি ভিডিও সরবরাহকারিকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার (১৯ শে জানুয়ারী) রাত ৯ টায় বদলগাছী হাটখোলা বাজার পুরাতন ব্রীজ রোড কথিত জজ মার্কেট এর দোতলা হতে তাদেরকে গ্রেফতার করে। বৃহস্পতিবার সকাল ৯ টায় র‌্যাব- ৫ জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার জগন্নাথপুর গ্রামের রেজাউল ইসলামের ছেলে আনিছুর রহমান (২৮), ফয়জাবাদ গ্রামের মৃত আব্দুস সামাদ এর ছেলে রনি আহম্মেদ (২৮), কামারবাড়ী গ্রামের নারায়ন পাহান এর ছেলে উপেন পাহান (২৮) ও রামদাস পাহানের ছেলে পবিত্র পাহান (২৪), দেউলিয়া গ্রামের বেলাল হোসেন এর ছেলে রনি হোসেন (২৩), হাপানিয়া গ্রামের মৃত আলেফ উদ্দীনের ছেলে রফিকুল ইসলাম (৪৫) এবং সেনপাড়া গ্রামের মৃত দেবেন্দ্রনাথ প্রামানিক এর ছেলে শ্যামল চন্দ্র প্রামানিক(৩০)।

আরো পড়ুন :
করোনায় আক্রান্ত নার্সিং ইনস্টিটিউটের ৫২ শিক্ষার্থী
রাবিতে প্রায় হচ্ছে ছিনতাই, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন শিক্ষার্থীদের

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, জয়পুরহাট র‌্যাব ক্যাম্প কোম্পানী স্কোয়াড কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম এর নেতৃত্বে বুধবার (১৯জানুয়ারী) রাত সোয়া ৮টায় বদলগাছী হাটখোলা বাজার পুরাতন ব্রীজ রোড এলাকায় অভিযান চালায় র‌্যাবের সদস্যরা।

এসময় সেখানে জজ মার্কেট এর দোতলা হতে সাতটি সিপিইউ, আটটি হার্ড ডিস্ক, সাতটি মনিটর, সাতটি মাউস, ২১টি বিভিন্ন ক্যাবল এবং সাতটি কী-বোর্ডসহ পর্নোগ্রাফি ভিডিও সরবরাহকারি সাতজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে ধৃত আসামীদের বিরুদ্ধে বদলগাছী থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।

জানুয়ারি ২০.২০২১ at ১৪:১৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মোসারসা/রারি