কোটচাঁদপুরে অ্যাথলেটিক্স ও গ্রামীণ খেলা প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঝিনাইদহের কোটচাঁদপুরে অ্যাথলেটিক্স ও গ্রামীণ খেলাধুলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলার জালালপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় ঝিনাইদহ জেলা ক্রীড়া অফিস কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. দেলোয়ার হোসেন।

আরো পড়ুন :
রাবিতে প্রায় হচ্ছে ছিনতাই, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন শিক্ষার্থীদের
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সিপিবি নেতা মিহির ঘোষসহ ৬ জন কারাগারে

জেলা ক্রীড়া অফিসার মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা গোলক মজুমদার, জেলা স্কাউটসের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. আবু বকর ছিদ্দীক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রতন মিয়া, স্থানীয় কুশনা ইউপি চেয়ারম্যান শাহারুজ্জামান সবুজ, জালালপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. আক্তার জাহান প্রমুখ।

প্রতিযোগিতায় ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ২২ টি ইভেন্টে অংশ গ্রহন করে। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

জানুয়ারি ১৯.২০২১ at ২২:১০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমরাউ/রারি