রাবিতে প্রায় হচ্ছে ছিনতাই, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন শিক্ষার্থীদের

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে প্রায়ই ঘটছে ছিনতাইয়ের ঘটনা। এ নিয়ে উদ্বিগ্ন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। এ ছাড়া প্রক্টরিয়াল বডির সদস্যদের দায়িত্ব পালনে ব্যর্থ উল্লেখ করে পদত্যাগের দাবি জানিয়েছেন।

বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে এই দাবি জানান শিক্ষার্থীরা। মানববন্ধনে দেড় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

তারা বলেন, ক্যাম্পাসে একের পর এক ছিনতাইয়ের ঘটলেও প্রক্টরিয়াল বডি ছিনতাইয়ের বিরুদ্ধে সঠিক কোনও ব্যবস্থা গ্রহণ করতে পারছে না। ফলে ক্যাম্পাস দিন দিন দুর্বৃত্তদের অভয়ারণ্যে পরিণত হচ্ছে। শিক্ষার্থীরা প্রতিনিয়ত নিরাপত্তাহীনতায় ভুগছেন।

আরো পড়ুন :
করোনা শনাক্ত বেড়ে সাড়ে ৯ হাজার, বাড়ছে মৃত্যু
অভয়নগর আওয়ামী লীগের সভাপতি-সম্পাদককে নওয়াপাড়া প্রেসক্লাবের ফুলেল শুভেচ্ছা

শিক্ষার্থীদের নিরাপত্তায় মোড়ে মোড়ে সিসি ক্যামেরা, পুলিশ টিম মোতায়েন রয়েছে। তারপরও অপরাধীদের শনাক্ত করা সম্ভব হচ্ছে না। এটা মেনে নেওয়া যায় না। শিক্ষার্থীরা আরও বলেন, প্রশাসনে প্রক্টরিয়াল বডি রয়েছে।

তাদের দায়িত্ব ক্যাম্পাস ও শিক্ষার্থীর নিরাপত্তা দেয়া। কিন্তু ক্যাম্পাসে একের পর এক ছিনতাইয়ের ঘটনায় প্রক্টরিয়াল বডির দায়িত্বজ্ঞান নিয়ে প্রশ্ন উঠেছে। এত পুলিশ, গোয়েন্দা ক্যাম্পাসে ক্রিয়াশীল থাকা সত্ত্বেও উপাচার্যের বাস ভবনের সামনে ছিনতাই হচ্ছে। এতে শিক্ষার্থীরা নিজেদের নিরাপত্তা নিয়ে চিন্তিত।

ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন রাকসু আন্দোলন মঞ্চের সমন্বয়ক আব্দুল মজিদ অন্তর, ফলিত রসায়ন রাকিব প্রমুখ।

জানুয়ারি ১৯.২০২১ at ২০:৪৩:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মারারা/রারি