যশোরে অনুষ্ঠিত হলো কবি আজীজুল হক কবিতা উৎসব

কবিতা হল সেই আগুন যা মুঠি মুঠি করে বুক পকেটে লুকিয়ে রাখা যায়। আবার সময়ের ডানায় উড়িয়ে দেয়া যায় অনিন্দ্য সুন্দর। কবিতা মানুষের কথা বলে, কবিতা মানবতার কথা বলে, কথা বলে নির্মল সুন্দরের। এক পবিত্র সাধনার নিঃসরণের সন্তরণ যা মানুষের হৃদয়কে নিয়ে যায় অনিবার্য সুন্দরের দিকে। এমন সব অভিব্যক্তির ঘোষণায় অনুষ্ঠিত হলো স্বতন্ত ধারার উজ্জ্বলতম কবি আজীজুল হক স্মরণে ‘‘কবি আজীজুল হক কবিতা উৎসব-২০২২’’। শনিবার যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরির উদ্যোগে অনুষ্ঠিত উৎসবে বৃহত্তর যশোরসহ আশপাশের জেলা থেকে আগত কবি সাহিত্যিকের পদচারণায় মুখরিত ছিল আলমগীর সিদ্দিকী হলসহ লাইব্রেরি চত্বর।

লাইব্রেরি সম্পাদক এস.নিয়াজ মোহাম্মদের সভাপতিত্বে উৎসবের প্রথম পর্বে সকাল ১০ টা থেকে কবি আজীজুল হকের জীবন ও কবিতা নিয়ে আলোচনা করেন কবি ও গবেষক পাবলো শাহি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক ডঃ মো. আবুল কালাম আজাদ লিটু। সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন আসাদুজ্জামান সেলিম, মোহম্মদ শফি, আবু সেলিম রানা, মোয়াজ্জেম হোসেন চৌধুরী টুলু, অ্যাঃ শাহরিয়ার বাবু, এস এম আজাহার স্বপন, এ এম মহিউদ্দিন লালু, মুস্তাফিজুর রহমান মুস্তাক।

আরো পড়ুন:
পাইকগাছার কপিলমুনিতে রাধা শ্রীনিবাস ফাউন্ডেশনের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ
শপথ নেয়ার পরদিনেই বিতর্কিত চেয়ারম্যান সিরাজের ভাতিজা র‍্যাবের হাতে ইয়াবাসহ আটক

এরপর শুরু হয় কবিদের স্বকন্ঠে কবিতা পাঠ ও আবৃত্তি। দ্বিতীয় পর্বে সম্প্রতিক সময়ে কবিতার চর্চা বিষয়ে আলোচনা করেন কবি খসরু পারভেজ। উৎসবে দেড় শতাধীক কবি তাদের কবিতা উপস্থাপন করেন। আধুনিক কালের সময় যন্ত্রণা মানবতাবাদ প্রেম দ্রোহ ছিলো এসব কবিতার উপকরণ। উৎসব থেকে জানানো হয় প্রতিবছর যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরির উদ্যোগে এ উৎসব থাকবে চলমান। পর্বভিত্তিক অনুষ্ঠান পরিচালনায় ছিলেন কবি আরশি গাইন, মামুন আজাদ এবং তসলিমা রুবি।

জানুয়ারি ১৫.২০২২ at ১৮:৫৬:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/জআ/জআ