নরসিংদীতে যাত্রীবাহী বাসে স্বাস্থ্যবিধি মানতে অনীহা

গণপরিবহন চলাচলে সরকারি নির্দেশনায় কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানার কথা থাকলেও নরসিংদীতে এ নির্দেশনা মানছেন না কেউ। স্থানীয় প্রশাসনের নজরদারি নেই কোথাও নির্দেশনা বাস্তবায়নে।

আজ থেকে শতভাগ স্বাস্থ্যবিধি মেনে যাত্রী চলাচলের কথা থাকলেও কোন উদ্যোগেই নেই জেলার বাসস্ট্যান্ড গুলোতে। যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে গাড়ীতে উঠানোসহ চালক -সহকারীকে মাস্ক পরিধানেও দেখা গেছে উদাসিনতা।

আরো পড়ুন :
কোটচাঁদপুরে সড়কে গাছ কেটে আবারো ডাকাতির চেষ্টা, অল্পের জন্য রক্ষা পেলেন পরিবহন যাত্রীরা!
ফুলবাড়ীতে মরিচের বাম্পার ফলন, দাম কম থাকায় হতাশ চাষিরা

তবে পরিবহন মালিকরা বলছেন, চালক ও যাত্রীদের স্বাস্থ্যবিধি মানানোর জন্য প্রত্যোক বাসস্ট্যান্ড গুলোতে রয়েছে পরিবহন কর্তৃপক্ষের লোকজন।

জানুয়ারি ১৫.২০২১ at ১৪:১৮:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মোইফি/রারি