ঝিনাইদহের এসপি করোনায় আক্রান্ত, বাসায় চিকিৎসা নিচ্ছেন

করোনাভাইরাসে আক্রান্ত ঝিনাইদহ জেলা পুলিশ সুপার মো. মুনতাসিরুল ইসলাম চিকিৎসার জন্য বাসায় আছেন। মঙ্গলবার (১১ জানুয়ারি) বিকেলে ঝিনাইদহ সদর হাসপাতালে নমুনা সংগ্রহ করার পর করোনা পজিটিভ রিপোর্ট আসে । শেষ খবর পাওয়া পর্যন্ত তার শারীরিক অবস্থা ভালো আছে বলে জানান, ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার সাঈদ।

আরো পড়ুন :
ঝিনাইদহে ফুটপাতে পুর্বাশা পরিবহনের বাস উঠে নিহত ১, আহত ৩
জাবিতে দেশবরেণ্য নাট্যচার্যের প্রয়াণ দিবস পালিত

জেলার অতিরিক্ত পুলিশ সুপার বিষয়টি নিশ্চিত করে ব‌লেন, করোনা পরিস্থিতির মধ্যে স্যার নিয়মিত অফিস ও জেলা পুলিশের কর্মকর্তা ও সদস্যদের তদারকির দায়িত্ব পালন করে আসছিলেন। ১১ জানুয়ারি গলা ব্যথা ও জ্বরে আক্রান্ত হন তিনি। শারীরিকভাবে অসুস্থবোধ করলে তিনি ওই দিন থেকেই ঝিনাইদহ পুলিশ সুপারের বাসভবনে চিকিৎসা নিচ্ছেন।

জানুয়ারি ১৪.২০২১ at ১৯:৪০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/কালি/রারি