থানচিতে পরিস্কার পরিচ্ছন্ন অভিযানে শিক্ষার্থীরা

বান্দরবানে থানচিতে উপজেলা সদর বাজার, বাজার অলিগলি, বাস ষ্টেশন সড়কসহ আশে পাশে এলাকা পথচারীদের ফেলে দেয়ার অব্যবহৃত পলিথিন, প্লাষ্টিকে ব্যাগ, বোতলজাত সমূহ ও ময়লা অবর্জনা জমে থাকা এলাকাকে পরিস্কার করলেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারী) সকালে শিক্ষার্থীদের হাতে ঝাড়ু, ঝুড়িসহ পরিস্কারের বিভিন্ন সরঞ্জাম নিয়ে থানচি কলেজ ও থানচি সরকারি উচ্চ বিদ্যালয়সহ উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত শিক্ষার্থীরা পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহন করা হয়।

জানা যায়, থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউল গনি ওসমানী নেতৃত্বে উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে থানচি বাজার, বাজার অলিগলি, বাস ষ্টেশন সড়কসহ আশে পাশে এলাকায় অব্যবহৃত পলিথিন, প্লাষ্টিকে ব্যাগ, বোতলজাত সমূহ ও ময়লা অবর্জনা জমে থাকা জায়গাগুলোতে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চালান।

এদিকে এই পরিস্কার পরিচ্ছন্নতা উদ্যোগটিকে স্বাগতম ও অভিনন্দন জানিয়ে এলাকাবাসীরা জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষে উপলক্ষ্যে উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে অপরিচ্ছন্ন অঞ্চলকে পরিস্কার পরিচ্ছন্নতা রাখতে প্রতি বছরে এ মৌসুমে পরিস্কার অভিযানে উদ্যোগ নিলে এলাকার পরিচ্ছন্নতা বজায় থাকবে।

আরো পড়ুন :
রাজশাহী মহানগরীতে ১৯৯০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন গ্রেফতার
হাতীবান্ধায় নিরাপদ সড়কের দাবিতে মহাসড়ক অবরোধ করে মানববন্ধন

এই অভিযানের শিক্ষার্থীদের সাথে অংশ নেন থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউল গনি ওসমানী, উপজেলা শিক্ষা কর্মকর্তা নিজাম উদ্দিন, থানচি কলেজে অধ্যক্ষ ধমিনিক ত্রিপুরা, থানচি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ, থানচি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক যোহন ত্রিপুরা, থানচি মডেল স্কুলের প্রধান শিক্ষক ক্যসাচিং মারমা প্রমূখ। এছাড়াও উপজেলা বিভিন্ন অধিদপ্তরে কর্মকর্তা কর্মচারীগণ ও স্কুল কলেজের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত থেকে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।

এই পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউল গনি ওসমানী বলেন, বঙ্গবন্ধু জন্ম শতবর্ষে স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের নিয়ে থানচিকে পরিচ্ছন্ন উপজেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এটি আসলে সকলের কাজ, কাজেই পরিস্কার-পরিচ্ছন্নতা এ কাজে প্রত্যেককে নিজ দায়িত্ব থেকে এগিয়ে আসার আহব্বান জানান তিনি।

জানুয়ারি ১৩.২০২১ at ২১:৪৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/চিথামা/রারি