বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় সফট স্কীল প্রশিক্ষণ কর্মসুচির উদ্বোধন

নড়াইলে বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় ৫দিন ব্যাপী সফট স্কীল (উদ্যোক্তা) প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপজেলা সমাজসেবা কার্যালয়, নড়াইল সদরএর আয়োজনে এ প্রশিক্ষণ কর্মসুচির উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।।

৫দিন ব্যাপী এ প্রশিক্ষণে প্রান্তিক জনগোষ্ঠীর কামার, কুমার, নাপিত, বাঁশ, বেত পন্য প্রস্তুত কারী, কাঁশা-পিতল পন্য প্রস্তুতকারী, জুতা মেরামত/প্রস্তুতকারী, লোকজ যন্ত্র, লোকজ কণ্ঠ শিল্পী, নক্সী কাথাঁ শিল্পী এই শ্রেণী পেশার মোট ১ শত ৬০ জনকে এ প্রশিক্ষণ প্রদান করা হবে।

আরো পড়ুন :
স্বামী বিবেকানন্দের ১৫৯ তম জন্ম দিবস পালিত হল
ভূঞাপুরে স্বাস্থ্যসেবা নিশ্চিত করণে হেলথ ক্যাম্প অনুষ্ঠিত

জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রতন কুমার হালদারের সভাপতিত্বে সমাজসেবা অধিদপ্তর, ঢাকা অতিরিক্ত পরিচালক মো. কামরুজ্জামান, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা উত্তম সরকার, শহর সমাজসেবা কর্মকর্তা মো. সুজা উদ্দিন, সরকারি কর্মকর্তা, জেলা ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা ও প্রশিক্ষনার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।

জানুয়ারি ১৩.২০২১ at ১৬:২৯:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/শুস/রারি