কাহালুতে তিনদিনে ৫ হাজার ৭১৪ শিক্ষার্থীকে করোনার টিকা প্রদান

বগুড়ার কাহালু উপজেলায় তিনদিনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৫ হাজার ৭১৪ জন শিক্ষার্থীকে করোনার টিকার প্রথম ডোজ প্রদান করা হয়েছে। সূত্রমতে উপজেলা প্রশাসনের হলরুমে ১০ জানুয়ারি থেকে ১২ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের টিকা প্রদান কার্যক্রম চলছে।

আরো পড়ুন :
জেলা প্রশাসক ও এসপি’র কার্যালয়ের সামনে সিপিবির নেতাকর্মীদের অবস্থান
হাতীবান্ধায় সড়কে প্রাণ গেল চাচা ভাতিজার

এই কার্যক্রমে আগামী ১৫ জানুয়ারির মধ্যে মোট ২০ হাজার ১৭১ জন শিক্ষার্থীকে টিকা প্রদানের টার্গেট রয়েছে। জনবলের অভাবে শুধু মাত্র উপজেলা প্রশাসনের হলরুমে এই কার্যক্রম চলমান থাকায় প্রতিদিনই উপজেলা চত্তরে শিক্ষার্থীদের উপচে পড়া ভীড় লক্ষ করা গেছে।

জানুয়ারি ১২.২০২১ at ১৯:৩৮:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/শা/রারি