মৌলালী মোড়ে লকডাউন বিরোধী মিছিল ও বিক্ষোভ

আজ বেলা দুটোর সময় মৌলালী মোরে লকডাউন বিরোধী গন উদ্যোগ এর পরিচালনায় এক মিছিল ও বিক্ষোভ করেন, প্রায় ৪০ থেকে ৫০ জন সদস্য এই মিছিলে পা মেলান। কিন্তু পুলিশের অনুমতি না থাকায় মিছিল করতে দেওয়া হয়নি।

আরো পড়ুন:
২২ এর নতুন আলোয় ছুটছে বাংলার মেলা
ঠাকুরগাঁওয়ের হরিপুরে স্কুল ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

তাদেরকে ব্যারিকেডের মধ্যে আটকে রাখেন কিছুক্ষণ, ব্যারিকেডের মধ্যে তীব্র প্রতিবাদ ও সরকারবিরোধী বিক্ষোভ দেখায় পুলিশ এন্টালী থানা ও তালতলা থানা। প্রায় ৩০ থেকে ৩৫ জন মহিলা ও পুরুষ মিলিয়ে গ্রেফতার করে। তারা বিক্ষোভ এর মধ্যে বেশ কিছু দাবি তুলে ধরেন। আংশিক বা পূর্ণাঙ্গ কোনরকম লকডাউন করা চলবে না। দিন রাতের কোন লোকাল ট্রেন বন্ধ করা যাবে না। দূরপাল্লার ট্রেনে শুধু স্লিপার ক্লাস নয় সাধারণ যাত্রী কামরা চালু করতে হবে ।

অঙ্গনওয়াড়িসহ মিড ডে মিলে শুকনো চাল ডাল আলু নয় রান্না করা পুষ্টিকর খাবার দিতে হবে । অবিলম্বে সমস্ত শ্রেনীর পঠন-পাঠন চালু করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান না খুলে কোনরকম মেলা খেলা নির্বাচন করা যাবে না। শ্রমিকের অধিকার হরণকারী চারটি শ্রম আইন সংশোধন করতে হবে। উপস্থিত ছিলেন অমিত চৌহান ও মিরা তুল্লাহ এছাড়া অন্যান্য কর্মীবৃন্দ। রিপোর্টার কলকাতা থেকে শম্পা দাস ও সমরেশ রায়

জানুয়ারি ১২.২০২২ at ১৩:২৩:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/সরশদ/মক