চৌগাছায় স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

যশোরের চৌগাছায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন চৌগাছা উপজেলা স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ। সোমবার বিকেল সাড়ে ৪ টায় শহরের মুক্তিযুদ্ধ ভাস্কর্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন করে চৌগাছা স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ।

এসময় চৌগাছা উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান, প্রেসক্লাব চৌগাছার সভাপতি ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের বিলুপ্ত কমিটির আহবায়ক জিয়াউর রহমান রিন্টু, প্রেসক্লাবের সম্পাদক প্রভাষক অমেদুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বকুল হোসেন, সম্পাদক রোকনুজ্জামান সুমন,চৌগাছা সদর ইউনিয়নের আহবায়ক আবু সাঈদ মানিক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা শ্যামল দত্ত, নারায়নপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মেজবাহ উদ্দিন ইটু, সুখপুকুরিয়া ইউনিয়ন কমিটির সভাপতি আব্দুল হাকিম উপস্থিত ছিলেন।

শ্রদ্ধাঞ্জলি অর্পণের আগে উপজেলা পরিষদ থেকে পৌর স্বেচ্ছাসেবক লীগের ব্যানারে একটি র‌্যালি নিয়ে শহরের মুক্তিযুদ্ধ ভাস্কর্যে যান স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।

আরো পড়ুন :
দৈনিক নওয়াপাড়া পত্রিকার প্রতিনিধি সম্মেলন ও প্রয়াত আসলাম হোসেনের স্মরণ সভা অনুষ্ঠিত
ক্ষেতলালে স্বেচ্ছাসেবী সংগঠনের কম্বল বিতরন

এর আগে বিকেল তিনটায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ। উপজেলা ছাত্রলীগ নেতা এইচ এম ফিরোজের নেতৃত্বে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা

নিবেদন করেন সংগঠনটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। এ সময় উপজেলা ছাত্রলীগ নেতা তরিকুল ইসলাম, রাজিব ঘোষ, জয়ন্ত কুমার, সাহেদ, অন্তু, জয়সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সদ্য বিলুপ্ত কমিটি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ও প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমান রিন্টু, ‘বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধার সাথে স্বরণ করছি। জাতির পিতার আদর্শ ধারণ করে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ চৌগাছা উপজেলা শাখার পথচলা অব্যাহত থাকবে।’

জানুয়ারি ১০.২০২১ at ২১:৪৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মচ/রারি