ক্ষেতলালে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

জয়পুরহাটের ক্ষেতলালে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১০ জানুয়ারি বেলা ১১টায় ক্ষেতলাল উপজেলা আওয়ামীলীগের আয়োজনে দলীয় কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে র‌্যালী শেষে হাসপাতাল মোড়ে উপজেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি আব্দুল মজিদ মোল্লা’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সরদারের অর্পিত দায়িত্বে, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি রফিকুল ইসলাম এর সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শুরুতেই কোরআন থেকে তিলাওয়াত করেন তুলসীগঙ্গা ইউপি চেয়ারম্যান হাইকুল ইসলাম লেবু মোল্লা, আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সিরাজুল ইসলাম বুলু, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল, পৌর আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব দুলাল মিয়া সরদার, জেলা পরিষদের সদস্য ও ক্ষেতলাল উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী জিন্নাতুন নেছা বাদল, আওয়ামীলীগ নেতা স্বপন কুমার রায়, আলমপুর ইউপি চেয়ারম্যান আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম, মামুদপুর ইউপি চেয়ারম্যান মশিউর রহমান শামীম, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জুল আরশ শুভ।

আরো পড়ুন :
১২ বছরের ঊর্ধ্বে শিক্ষার্থীরা আইডি কার্ড দেখালেই টিকা পাবে
ফুলবাড়ীতে স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

এসময় উপস্থিত ছিলেন,জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল হান্নান সাখিদার মিঠু, হুইপ স্বপনের রাজনৈতিক সহকারী এ্যাডভোকেট এস.এম মোরশেদ, ক্ষেতলাল পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, মামুদপুর ইউপি আওয়ামীলীগের আহব্বায়ক নুরুন্নবী চৌধুরী রতন, বড়তারা ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান, আলমপুর ইউপি আওয়ামীলীগের দপ্তর সম্পাদক রাজিবুল ইসলাম রাজু, ক্ষেতলাল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহারুল ইসলাম বাবু, ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন, আবু রাশেদ আলমগীর, ক্ষেতলাল পৌর ২ নং ওয়ার্ড কাউন্সিলর আরমান আলী, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর খলিলুর রহমান কাজী, উপজেলা যুবলীগের সহ সভাপতি আবু মুছা আশারী কিং, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন সরদার, আওয়ামীলীগ নেতা মোজাফফর হোসেন, রায়হান আলম, মতলুব হোসেন, জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, ক্ষেতলাল পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গোলাপ হোসেন জুয়েল, উপজেলা মহিলা আওয়ামীলীগের সধারন সম্পাদিকা সাজেদা বেগম, যুব মহিলা লীগের সভানেত্রী শেখ রহিমা তারা সহ আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।

জানুয়ারি ১০.২০২১ at ১৮:১৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/শাইশা/রারি