বগুড়ায় গাবতলীতে নির্বাচনি সহিংসতায় নিহতদের পরিবার পেল ১ লক্ষ টাকা

বগুড়ার গাবতলী উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে বালিয়াদিঘী ও রামেশ্বরপুর ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় নিহত ৫ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ১ লাখ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন জেলা প্রশাসক জিয়াউল হক।

সোমবার (১০ জানুয়ারি) বেলা ১১ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ করতোয়া অডিটোরিয়ামে গাবতলী উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নের কালাইহাটা মধ্যপাড়ার বাসিন্দা নিহত কুলসুম (৪০) এর স্বামী খোকনকে, নিহত আলগীরের (৩৫) পরিবারাকে, পশ্চিমপাড়ার নিহত আব্দুল রশীদ (৪৮) এর স্ত্রী বুলবুলিকে, উত্তরপাড়ার নিহত খোরশেদ আকন্দ (৬৫) স্ত্রী রাশেদাকে ও রামেশ্বরপুর ইউনিয়নের জাইগুলি গ্রামে নিহত জাকিরের স্ত্রী শাপলাকে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়।

আরো পড়ুন :
১২ বছরের ঊর্ধ্বে শিক্ষার্থীরা আইডি কার্ড দেখালেই টিকা পাবে
ফুলবাড়ীতে স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু, অতিরিক্ত জেলা প্রশাসক মাসুম আলী বেগ, অতিরিক্ত জেলা মাজিস্ট্রেট সালাউদ্দিন আহমেদ, গাবতলী উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন, গাবতলী উপজেলা নির্বাহি কর্মকর্তা রওনক জাহান, গাবতলী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সালাম ভুলন, গাবতলী নাড়ুয়ামালা ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান আব্দুল গফুর, বালিয়াদিঘী ইউনিয়নের চেয়ারম্যান ইউনুস ফকির।

এসময় জেলা প্রশাসক জিয়াউল হক ক্ষতিগ্রস্ত পরিবারদের প্রতি সমবেদনা প্রকাশ করে জানান, এই নির্বাচনী সহিংসতায় নিহত পরিবারের যে ক্ষতিসাধন হয়েছে তা এই সামান্য এই সহায়তা দিয়ে পূরণ করা সম্ভব না। তাদের যে কোন সমস্যায় তিনি তাদের সহায়তার আশ্বাস দেন।

জানুয়ারি ১০.২০২১ at ১৭:৪২:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/রইর/রারি