ফুলবাড়ীতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ফুলবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে পর্যায়ক্রমে মাসিক আইন শৃঙ্খলা কমিটি, ভোক্তা অধিকার কমিটি, দ্রব্য মূল্য নিয়ন্ত্রন কমিটি, সন্ত্রাস ও নাশকতা নিয়ন্ত্রন কমিটির সভায় অনুষ্ঠিত হয়েছে। সভায় নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানগন অংশগ্রহনের মধ্য দিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১১টায় উপজেলা সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. রিয়াজ উদ্দীন এর সভাপত্তিত্বে মাসিক আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন।

এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নীরু সামসুন্নাহার, উপজেলা সহকারী ভুমি কমিশনার মোছা. আফরো জাহান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মশিউর রহমান, ফুলবাড়ী থানার অফিসর ইনচার্জ মো. আশ্রাফুল ইসলাম, পৌর প্যানেল মেয়র মো. মামুনুর রশিদ চৌধুরী, উপজেলা মাধ্যমিক অফিসার মো. শমসের মন্ডল, বেতদিঘী উইপি চেয়ারম্যান শাহ মো. আব্দুল কুদ্দুস, কাজিহাল ইউপি চেয়ারম্যান মানিক রতন, খয়েরবাড়ী ইউপি চেয়ারম্যান মো. এনামুল হক, দৌলতপুর ইউপি চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, আলাদিপুর ইউপি চেয়ারম্যান মো. শাকের বাবুল, শিবনগন ইউপি চেয়ারম্যান মো. সামিদুল ইসলাম, এলুয়াড়ী ইউপি চেয়ারম্যান মওলানা নবীউল ইসলাম, ফুলবাড়ী ২৯ বিজিবির প্রতিনিধি নায়েক সুবেদার আবুল কালাম আজাদ প্রমূখ।

আরো পড়ুন :
ফুলবাড়ীতে স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
১২ বছরের ঊর্ধ্বে শিক্ষার্থীরা আইডি কার্ড দেখালেই টিকা পাবে

আলোচনা সভায় প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন বলেন, মাদক, বাল্য বিবাহ, চোরা কারবারি নিয়ন্ত্রনে সকলকে সজাগ থাকতে হবে এবং যে সকল বিষয় সমাজ ও মানবদেরে জন্য ক্ষতিকর সে সব বিষয়ে আইনী প্রক্রিয়ার মাধ্যমে ব্যবস্থা নেয়ার উপরে জোর দেন।

জানুয়ারি ১০.২০২১ at ১৭:১৬:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/আহেচৌ/রারি