দেশে ওমিক্রন আক্রান্ত ঊর্ধ্বমুখী

দাপিয়ে বেড়ানো করোনার নতুন নতুন ভ্যারিয়েন্টে নাজেহাল বিশ্বব্যাপী। বর্তমানে দেশে করোনার সংক্রমণ আবারও ঊর্ধ্বমুখী। করোনায় মৃত্যু, নতুন রোগী ও নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার সবই বাড়ছে। এরই মধ্যে দেশে করোনার অতি সংক্রমক ওমিক্রন ধরনে নিশ্চিত সংক্রমিত রোগীর সংখ্যা বেড়ে ত্রিশে দাঁড়িয়েছে। দেশে করোনা রোগীর নমুনার জিন বিশ্লেষণে ওমিক্রনে সংক্রমিত এ রোগী শনাক্ত হয়েছে।

সোমবার (১০ জানুয়ারি) করোনার জিনোমের উন্মুক্ত বৈশ্বিক তথ্যভাণ্ডার জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডেটাতে (জিআইএসএআইডি) এ তথ্য জানিয়েছে।

১০ ডিসেম্বর দেশে প্রথম ওমিক্রন শনাক্ত হয়। দেশে প্রথম ওমিক্রনে সংক্রমিত হন জিম্বাবুয়েফেরত বাংলাদেশ নারী ক্রিকেটার। তারা ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তবে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) জানিয়েছে, সংক্রমণ আরও বাড়বে।

আরো পড়ুন:
এখন আমার অবস্থা গরিবের ভাবির মতো: শামীম ওসমান
ফুলবাড়ীতে স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

জনস্বাস্থ্যবিদরা বলছেন, দেশে করোনার সংক্রমণ ঊর্ধ্বমুখী। এ অবস্থায় যত দ্রুত সম্ভব বেশিসংখ্যক মানুষকে টিকার আওতায় আনার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলা।

আইইডিসিআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এএসএম আলমগীর বলেন, আমরা ডাটা যেটা দেখছি, সেটা ২০ জনের শনাক্ত হয়েছে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলা শহরে রোগী আছে, সেটা হয়তো আমাদের শনাক্তের মধ্যে নেই। এখন যে সংক্রমণ হচ্ছে তার একটা নিশ্চিতভাবে হলেও ওমিক্রন দিয়ে শনাক্ত হচ্ছে, ওমিক্রন ক্রমান্বয়ে বাড়তে শুরু করবে এটা স্বাভাবিক। ওমিক্রন হয়তো বাড়ছেও কিন্তু এখনো ডেল্টাকে রিপলেস করতে পারে নাই, ডেল্টাই আমাদের এখানে প্রি-ডমিন্যান্ট।

সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষাপটে সরকার বলছে, দেশের ১২ থেকে ১৮ বছর বয়সী সব শিক্ষার্থীকে ১৫ জানুয়ারির মধ্যে করোনার টিকা দিতে হবে। টিকা গ্রহণ ছাড়া কোনো শিক্ষার্থী শ্রেণি কার্যক্রমে অংশ নিতে পারবে না। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এক আদেশে এ কথা বলেছে।

জানুয়ারি ১০.২০২২ at ১৬:৩৭:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/সনি/জআ