মদনে আ’লীগ ও জাপাসহ ১৫ জন চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

ইউনিয়ন নির্বাচন
ছবি: প্রতীকী

পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নেত্রকোনার মদন উপজেলার ৮টি ইউনিয়নে আ’লীগ ও জাপাসহ ১৫ জন চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। ফতেপুর ইউনিয়নের নৌকার মনোনিত প্রার্থী মো. জহিরুল ইসলাম চৌধুরীর (নৌকা) ও কাইটাইল ইউনিয়নে জাপা প্রার্থী মো. খায়রুল ইসলাম (লাঙ্গল) এর জামানত বাজেয়াপ্ত হয়েছে। এর মধ্যে সর্বাধিক তিয়শ্রী ইউনিয়নে ৫ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

ইউপি নির্বাচন বিধিমালা অনুযায়ী, নির্বাচনে ভোটারদের দেওয়া মোট বৈধ ভোটের আট ভাগের এক ভাগ না পেলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়।

আরো পড়ুন:
চৌগাছায় স্কুল ছাত্রী নিখোঁজ
যশোরে লাভলী হত্যার ২৪ ঘন্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৪

নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বুধবার ৫ জানুয়ারি উপজেলার ৮টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে চেয়ারম্যান পদে ৩৯ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ১৫জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

জামানত বাজেয়াপ্ত প্রার্থীরা হলেন, ১নং কাইটাইল ইউনিয়নের জাপার (লাঙ্গল) প্রতীকের প্রার্থী মো. খায়রুল ইসলাম ৯১ভোট, ২নং চাঁনগাও ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. জয়নাল আবেদীন (মোটরসাইকেল) ৪৮৩ভোট, ৩নং মদন ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান এম এ আহাদ (আনারস) ৭২৪ভোট, ৪নং গোবিন্দশ্রী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী এম এ মালেক (আনারস) ১১৬৭ভোট, ৫নং মাঘান ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মো. মোশতাক আহমেদ চৌধুরী (ঘোড়া) ৮০৩ভোট, ৬নং তিয়শ্রী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল ইসলাম আকন্দ (টেবিল ফ্যান) ৯৩১ভোট, আসাদুজ্জামান আজাদ (ঘোড়া) ৮১ভোট, তোফায়েল খাঁন (অটোরিক্সা) ৩৩৪ভোট, মো. আবুল কালাম আজাদ (টেলিফোন) ৬৪ভোট, মো. সাজেদুর রহমান (আনারস) ২২০ভোট, ৭নং নায়েকপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান মো. কামরুজ্জামান তালুকদার হীরা (ঘোড়া) ১২২২ভোট, ৮নং ফতেপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এজাজুর রহমান (ঘোড়া) ২৫৭ভোট, খোকন তালুকদার (অটোরিক্সা) ১০৫৩ভোট ও বীর মুক্তিযোদ্ধা মো. মতিউর রহমান (টেবিল ফ্যান) ৪০ভোট।

মদন উপজেলা নির্বাচন কর্মকর্তা হামিদ ইকবাল বলেন, পঞ্চম ধাপে ইউপি নির্বাচনে উপজেলার ৮টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। তাদের মধ্যে প্রাপ্ত বৈধ ভোটের ৮ ভাগের এক ভাগ ভোট না পেয়ে ১৫ জন চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

জানুয়ারি ০৯.২০২২ at ২০:১৮:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/আআ/মক