শপথ বাক্য পাঠ করলেন শার্শার নবনির্বাচিত ১০ চেয়ারম্যান

২৮ শে নভেম্বর তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে বিজয়ী শার্শা উপজেলার ১০টি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানরা শপথ বাক্য পাঠ করেছেন। রবিবার (০৯ জানুয়ারি ) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক তজিমুল ইসলাম খান এ শপথ বাক্য পাঠ করান।

শপথ অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করেন, নিজামপুর ইউনিয়নে সেলিম রেজা বিপুল, লক্ষনপুর ইউনিয়নে আনোয়ারা খাতুন, ডিহি ইউনিয়নে আসাদুজ্জামান মুকুল, বাহাদুরপুর ইউনিয়নে মফিজুর রহমান, শার্শা সদর ইউনিয়নে বিজয়ী চেয়ারম্যান কবির উদ্দীন তোতা, উলাশি ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম, বাগআঁচড়া ইউনিয়নের আব্দুল খালেক, কায়বা ইউনিয়নে আলতাব হোসেন, গোগা ইউনিয়নে তবিবার রহমান, পুটখালী ইউনিয়নে আব্দুল গফ্ফার সরদার।

আরো পড়ুন:
সাবেক ডিআইজি প্রিজন্স পার্থ গোপাল বণিককে ৮ বছেরর কারাদন্ড
হাতীবান্ধায় পুলিশ হেফাজতে হিমাংশুর মৃত্যুর ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন

শপথ বাক্য শেষে জেলা প্রশাসক তমিজুল ইমলাম খান নবনির্বাচিত চেয়ারম্যানদের উদ্দেশে দিক নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। এসময় প্রশাসনের বিভিন্ন উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শপথ বাক্য পাঠ শেষে নবনির্বাচিত চেয়ারম্যানরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।

জানুয়ারি ০৯.২০২২ at ১৭:২৪:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমস্ব/মক