রাজশাহীতে ‘বাংলাদেশ-ইন্ডিয়া কালচারাল মিট’ আয়োজন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

রাজশাহীতে ‘বাংলাদেশ-ইন্ডিয়া কালচারাল মিট’ আয়োজন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে নগর ভবনে মেয়র দপ্তরকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

সভায় ‘বাংলাদেশ-ইন্ডিয়া কালচারাল মিট’ আয়োজনে আহ্বায়ক কমিটি ও উপ-কমিটি সমূহ গঠনের ব্যাপারে আলোচনা করা হয়। চলতি বছরের ফেব্রুয়ারি মাসের শেষের দিকে বাংলাদেশ ও ইন্ডিয়া উভয় দেশের অংশগ্রহণে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আরো পড়ুন :
ভোলায় যাত্রীবাহি ডাইরেক্ট বাস নিয়ন্ত্রন হাড়িয়ে খাদে পড়ে আহত ৩০
কাহালুতে পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাচনে নজরুল ইসলাম পরিচালক নির্বাচিত

প্রস্তুতি সভায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক মো ডাবলু সরকার, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর রুহুল আমিন প্রামাণিক, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, সহ-সভাপতি নাইমুল হুদা রানা, রাজশাহী শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর তানবিরুল আলম, রাজশাহী শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর মকবুল হোসেন, এফবিসিসিআই এর পরিচালক আব্দুল আওয়াল, রাজশাহী চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু, নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন ও আহসানুল হক পিন্টু, প্রচার সম্পাদক দিলীপ কুমার ঘোষ, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. জাহিদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. কামার উল্লাহ সরকার কামাল, সিটি কর্পোরেশনের সচিব মো. মশিউর রহমান, সিটি কর্পোরেশনের ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম উল আযিম, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজ মিশু প্রমুখ।

জানুয়ারি ০৮.২০২১ at ২১:৩৭:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মারারা/রারি