ইন্দোনেশিয়া-বাংলাদেশের দুটি প্রীতি ম্যাচ জানুয়ারিতে

আগামী ২৪ ও ২৭ জানুয়ারি ইন্দোনেশিয়ার বালিতে স্বাগতিকদের বিপক্ষে ম্যাচ খেলবে লাল-সবুজ জার্সিধারীরা। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) শনিবার এই দুটি ম্যাচ খেলার সূচি ঘোষণা করেছে। বাফুফে জাতীয় দলের নতুন কোচ হিসেবে স্প্যানিশ হ্যাভিয়ের ক্যাবরেরাকে নিয়োগ দিয়েছে।

বাংলাদেশ জাতীয় ফুটবল দল নতুন বছরেও আন্তর্জাতিক ম্যাচ খেলা শুরু করবে বিদেশের মাটি থেকে। ২০২১ সালে জাতীয় ফুটবল দল আন্তর্জাতিক ম্যাচ খেলা শুরু করেছিল মার্চে নেপালের কাঠমান্ডু থেকে। এই বছর মিশন শুরু হচ্ছে ইন্দোনেশিয়ার বালি থেকে।

আরো পড়ুন:
যেসব কারণে বেশি ওমিক্রন ছড়াচ্ছে
শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে ‘চূড়ান্ত’ সিদ্ধান্ত রোববার

২০২১ সালে বাংলাদেশ ১৬ টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে, যার সবগুলোও ছিল বিদেশের মাটিতে। বাফুফে এবার ঘরের মাঠে ম্যাচ খেলার চেষ্টা করে বেশ কয়েকটি দেশকে আমন্ত্রণ জানিয়েছিল। শেষ পর্যন্ত বাংলাদেশ বাইরে গিয়েই ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছে। এই প্রীতি ম্যাচ দুটোর জন্য জাতীয় দলের প্রস্তুতি শুরু করতে ১৫ বার ১৬ জানুয়ারির মধ্যে ঢাকায় আসবেন।

গত বছর জাতীয় দল ১৬ ম্যাচ খেলে জিতেছিল মাত্র তিনটি ম্যাচ। শ্রীলংকা, মালদ্বীপ ও কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে জিতেছিল বাংলাদেশ। ড্র করেছিল ৫ ম্যাচ।

জানুয়ারি ০৮.২০২২ at ১৯:৩১:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/জানি/জআ