যশোরে বিদ্যুৎষ্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মুত্যু

বৈদ্যুতিক শর্টে বৃহস্পতিবার সাজ্জাদুর রহমান (১৮)এক ব্যক্তি নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে মালঞ্চি গ্রামের শাহআলমের ছেলে। সে রাজমিস্ত্রির কাজ করে।বিকেলে ইলেকট্রিক যন্ত্র দিয়ে বিল্ডিং এর ছাদের ঢালাইয়ের নির্মাণ কাজ অসাবধানতা বশত বিদ্যুৎপৃষ্ট হয়ে আহত হয়।

দ্রুত তাকে যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালেরর জরুরী বিভাগে নিয়ে আসলে ডাক্তার সন্ধ্যা সোয়া ৬টার দিকে তাকে মৃত্যু ঘোষনা করেন। মরাদেহ যশোর মর্গে রয়েছে।

আরো পড়ুন :
যশোরে ঝিকরগাছায় অপহরণের অভিযোগে স্ত্রী-শ্যালকে আসামি করে আদালতে মামলা
যশোরে পুলিশের ওপর হামলার ঘটনায় ৮ জনের বিরুদ্ধে মামলা

নিহত সাজ্জাদুর রহমানেরর সহকর্মি আকরাম হোসেন জানান,আমিও সাজ্জাদুর রহমানসহ ৩/৪জন মিলে শহরের খালধার রোডের আসাদুজ্জামান টিপু বাড়ির তিন ও চার তালার ছাদ ঢালায়ের কাজের সময় ইলেকট্রনিক্স ডাম্পার মেশিন দিয়ে কাজ করছিলাম হঠাৎ করে ডাম্পার মেশিনের বৈদ্যুতিক তার লিক হওয়ায়, সাজ্জাদুরের হাত বৈদ্যুতিক তারে শর্টসার্কিটে জড়ায়ে গেলে আমি চিৎকার চেঁচামেচি করলে বাড়ির মালিক আসাদুজ্জামান টিপু বৈদ্যুতিক তারের পেলাক খুলে দেয়, এরপর তাকে হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মো. মুরসালিনুর রহমান সন্ধ্যা সোয়া ৬টায় তাকে মৃত্যু ঘোষণা করেন।

জানুয়ারি ০৬.২০২১ at ২২:৪২:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/শজ/রারি