বেড়া উপজেলার ৯ টি ইউপির ৩ টিতে আওয়ামীলীগ ও ৫ টিতে স্বতন্ত্রপ্রার্থী জয়ী

পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে পাবনার বেড়া উপজেলার ৯ টি ইউনিয়নের নির্বাচনে ৩ টিতে আওয়ামী লীগ, ৫ টিতে বিদ্রোহী, ১ টিতে বিএনপি সমর্থক জয়ী হয়েছেন। এর মধ্যে দুটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছিলো।

৫ জানুয়ারির নির্বাচনে সাতটি ইউনিয়নের ভোটগ্রহন করা হয়। সে নির্বাচনে একমাত্র প্রার্থী হিসেবে জয় পেয়েছেন ঢালারচরের আলোচিত চেয়ারম্যান কোরবান আলী। ভোটাররা বলছেন, মানুষ নির্বিগ্নে ভোট দিতে পারায় তারা গ্রহনযোগ্য প্রার্থীকে নির্বাচন করতে পেরেছেন। প্রশাসনের কঠোর হস্তক্ষেপ একটি নির্বাচনকে সন্ত্রাস ও প্রহসন মুক্ত সুষ্ঠু নির্বাচন হিসেবে মাইলফলক হিসেবেই দেখছেন উপজেলাবাসী।

বেসরকারী ভাবে যারা নির্বাচিত হলেন ১নং হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়ন বিদ্রোহী প্রার্থী আনারস প্রতীক নিয়ে নির্বাচন করা আব্দুল হামিদ পরাজিত করেছেন চারবারের নির্বাচিত বর্তমান চেয়ারম্যান মুস্তাফিজুর রহমানকে। হামিদ প্রায় পাঁচ হাজার ভোটের ব্যবধানে নৌকার প্রার্থীকে পরাজিত করেন। তিনি ওই ইউনিয়ন আওয়ামী লীগের সদ্য বহিস্কৃত যুগ্ন সাধারণ সম্পাদক। তার প্রাপ্ত ভোট ১১৭৬৯ , নৌকা পেয়েছে ৬৮০৩ ভোট।

চাকলা ইউনিয়নের দুই বারের চেয়ারম্যান নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করা ফারুক হোসেনকে পরাজিত করেছেন সদ্য বহিস্কৃত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক “ঘোড়া মার্কা” প্রতীক নিয়ে নির্বাচন করা ইদ্রিস আলী সরদার। ইদ্রিস পেয়েছেন ৪৭৫১ ভোট নৌকার ফারুকের প্রাপ্তভোট ৪১৮৪।

কৈটলা ইউনিয়নে নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী “ঘোড়া প্রতীক” মহসিন পিপুল। তিনি পরাজিত করেছেন বর্তমান চেয়ারম্যান নৌকার প্রার্থী শওকত ওসমানকে। পিপুল পেয়েছেন ৪০৪৯ ভোট, নৌকার শওকত পেয়েছেন,৩০২৮ ভোট।

আরো পড়ুন :
সিরাজগঞ্জে ১৪টিতে নৌকা, ৩টিতে স্বতন্ত্র, একটি ফলাফল স্থগিত
বৈশ্বিক বাজারে সবচেয়ে দ্রুত বর্ধনশীল ৫জি স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি

রুপপুর ইউনিয়নে নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযুদ্ধা মাযহারুল ইসলাম মোহন। তিনি নৌকার বর্তমান চেয়াম্যান আবুল হাসেম উজ্জলকে পরাজিত করেছেন ৯২ ভোটে। আনারস প্রতীকের মোহন পেয়েছেন ৬১৯৭ ভোট, নৌকার উজ্জল পেয়েছেন ৬০০৯ ভোট।

জাতসাখিনী ইউনিয়নে আবুল কালাম আজাদ মানিক আনারস প্রতীক নিয়ে পরাজিত করেছেন নৌকার একমাত্র মহিলা প্রার্থী আনোয়ারা আহমদকে। মানিক পেয়েছেন ১০৭০১ ভোট নৌকার আনোয়ারা পেয়েছেন ৬৪৩১ ভোট।

ঢালারচর ইউনিয়নে কোরবান আলী নৌকা ৫৭২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী মমিনুর রহমান আনারস প্রতীক পেয়েছেন ৪৪৭৭ ভোট।

নতুন ভারেঙ্গা ইউনিয়নে আবু দাউদ আনারস প্রতীক নিয়ে কয়েকবারের নির্বাচিত চেয়ারম্যান নৌকার প্রার্থী আমজাদ হোসেনকে ধরাশায়ী করেছেন। দাউদ পেয়েছেন ৭৬২৫ ভোট নৌকার আমজাদ ৩৭৪৩ ভোট। মাসুমদিয়া ইউনিয়নে শহিদুল ইসলাম ও পুরান ভারেঙ্গায় এম রফিকউল্লাহ বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।

জানুয়ারি ০৬.২০২১ at ১৬:১৮:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/হার/রারি