সিরাজগঞ্জে ১৪টিতে নৌকা, ৩টিতে স্বতন্ত্র, একটির ফলাফল স্থগিত

পঞ্চম দফা নির্বাচনে সিরাজগঞ্জ সদর, কাজীপুর ও তাড়াশ উপজেলার ১৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১৪টিতে আওয়ামী লীগের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীরা জয়লাভ করেছেন। এর মধ্যে ১১টি ইউনিয়নে নৌকার প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এছাড়া তিনজন বিদ্রোহী প্রার্থী নির্বাচিত হয়েছেন। ফলাফলে গড়মিল থাকায় সিরাজগঞ্জ সদর উপজেলার মেছরা ইউনিয়ন পরিষদের ফলাফল সাময়িক স্থগিত করা হয়েছে।

এবিষয়ে প্রধান নির্বাচন কমিশনার বরাবর পত্র প্রেরণ করা হয়েছে। এ ইউনিয়নের ফলাফল বৃহস্পতিবার (০৬ জানুয়ারি) বিকেলে সদর উপজেলা পরিষদ হলরুমে ঘোষণা করা হবে বলে জানান সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আজিজার রহমান।

সিরাজগঞ্জ সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জিয়াউর রহমান বিজয়ী হয়েছেন। কাজীপুর উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে ১১টিতে নৌকার প্রার্থীরা বিনাপ্রতিদ্বদ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। অন্য একটিতেও নৌকার প্রার্থী বিজয়ী হয়েছেন।

আরো পড়ুন :
নড়াইলে ধর্ষণের দায়ে ১ জনের যাবজ্জীবন
হাসপাতালে ধুকছে শিশু সামিয়া, সামিয়াকে বাঁচাতে সাহায্যের হাত বাড়িয়ে দিন

কাজীপুরে নির্বাচিত প্রার্থীরা হলেন, সোনামুখী ইউনিয়নে শাহজাহান আলী খান, চালিতাডাঙ্গা ইউনিয়নে আতিকুর রহমান, গান্ধাইল ইউনিয়নে গোলাম হোসেন, শুভগাছা ইউনিয়নে গিয়াস উদ্দিন, কাজিপুরে কামরুজ্জামান, মাইজবাড়ী ইউনিয়নে শওকত হোসেন, খাসরাজবাড়ী ইউনিয়নে জহুরুল ইসলাম, চরগিরিশ ইউনিয়নে এসএম জিয়াউল হক, নাটুয়ারপাড়া ইউনিয়নে আব্দুল মান্নান, তেকানী ইউনিয়নে হারুনার রশিদ, নিশ্চিন্তপুর ইউনিয়নে খাইরুল ইসলাম, মনসুরনগর ইউনিয়নে আব্দুর রাজ্জাক।

তাড়াশ উপজেলার চারটি ইউনিয়নের মধ্যে দুইটিতে আওয়ামী লীগ মনোনীত ও দুইটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। এরা হলেন, তালম ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত আব্দুল খালেক ও মাগুড়া ইউনিয়নে মেহেদী হাসান ম্যাগনেট, স্বতন্ত্র বিজয়ী প্রার্থীরা হলেন, দেশীপ্রাম ইউনিয়নে জ্ঞানেন্দনাথ ও সগুনা ইউনিয়নে জুলফিকার আলী ভুট্টু।

জানুয়ারি ০৬.২০২১ at ১৬:১০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/অরা/রারি