নরসিংদীতে জীবিকায়নের জন্য মহিলাদের প্রশিক্ষণ কর্মসূচির আওতায় সনদপত্র বিতরন

নরসিংদী জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালনায় জীবিকায়নের জন্য মহিলাদের দক্ষতা ভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচির আওতায় অক্টোবর-ডিসেম্বর এই ৩মাস প্রশিক্ষণ নেওয়ার পর প্রশিক্ষণার্থীকে সনদপত্র বিতরন করা হয়। বুধবার (৫ই জানুয়ারি-২০২২) মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয়ে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সেলিনা আক্তার ও প্রোগ্রাম অফিসার শর্মিলা সাঈদ মৌরী। আরো উপস্থিত ছিলেন বিউটিফিকেশন, রান্না, ব্লক- বাটিক, শো-পিজ, মোবাইল সার্ভিসং ট্রেডের প্রশিক্ষকবৃন্দ এবং প্রশিক্ষণার্থী।

আরো পড়ুন:
ভারতে চিকিৎসা শেষে দেশে ফিরল দুইজন করোনা পজিটিভ রোগী
গাবতলীতে পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে গাড়ি ভাংচুর, নিহত ৩

শতাধিক নারী এই প্রশিক্ষণটি গ্রহণ করেন। নারীকে নিজের পায়ে দাঁড়ানো ও একজন উদ্যোক্তা করার উদ্দেশ্য নিয়ে মহিলা বিষয়ক অধিদপ্তরের এই প্রচেষ্টা।

জানুয়ারি ০৫.২০২২ at ২১:০৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/রপত/জআ