রাণীশংকৈলে ২ প্রতিবন্ধীকে হুইলচেয়ার দিলেন ইউএনও

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সুফিয়া বেগম (৬৫) ও সফিকুল ইসলাম (৫৬) নামে দুই শারীরিক প্রতিবন্ধীকে দুটি হুইলচেয়ার দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ। বুধবার ৫ জানুয়ারি সন্ধায় ওই দুই প্রতিবন্ধীদের বাড়িতে ইউএনও’র প্রতিনিধি হিসেবে হুইলচেয়ার দুটি পৌঁছে দেন সহকারি কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহম্মেদ ও প্রেসক্লাব (পুনাতন) এর সদস্য মাহাবুব আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। সুফিয়া উপজেলার বাচোর ইউনিয়নের ভাংবাড়ী ( মধ্যপাড়া) গ্রামের মৃত আবুল কাশেমের স্ত্রী ও সফিকুল একই ইউনিয়নের বাকসা সুন্দরপুর গ্রামের লিটন আলীর ছেলে। জানা গেছে, চলাফেরায় অক্ষম শারীরিক প্রতিবন্ধী সুফিয়া ও সফিকুল দীর্ঘদিন ধরে অসুস্থ।

আরো পড়ুন :
লাফিয়ে বাড়ছে সংক্রমণ, ভয়ংকর রূপ নিচ্ছে করোনা
পঞ্চম ধাপে ইউপি নির্বাচনে পাঁচ জেলায় নিহত ৬

পরিবারের পক্ষ থেকে চেয়ার কেনার সামর্থ্য তাদের ছিল না। গত ৪ জানুয়ারি ইউএনও স্টিভ কবির ওই এলাকার জনৈক ব্যক্তির মারফত তাদের হুইলচেয়ার কেনার অসামর্থ্যের কথা জানতে পারেন। এরপর তিনি পরের দিনই দুটি হুইলচেয়ার কিনে তাদের বাড়িতে পাঠান। হুইলচেয়ার পেয়ে সুফিয়া ও সফিকুল এবং তাদের পরিবারের সদস্যরা ইউএনও’র প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশসহ তার জন্য দোয়া করেন। সহকারি কমিশনার ভূমি ইন্দ্রজিৎ সাহা বলেন, আমি ইউএনও স্যারের পক্ষ থেকে চেয়ার দুটি দিতে আসি। এরকম একটি মহৎ কাজে এসে নিজেকে খুব ভাগ্যবান মনে করছি।

জানুয়ারি ০৫.২০২২ at ২০:৪৪:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/হক/এমএইচ