পঞ্চম ধাপে ইউপি নির্বাচনে পাঁচ জেলায় নিহত ৬

দুয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন। বুধবার বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হয়েছে।

পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে পাঁচ জেলায় ছয়জন নিহত হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার। বুধবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে ইউপি ভোট পরবর্তী সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

আরো পড়ুন:
অভয়নগরে মুরগীর ঘর থেকে শটগান ও গুলি উদ্ধার
ব্যালট পেপারের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছি: ইসি

মানিকগঞ্জে একজন, চট্টগ্রামে একজন, বগুড়ায় একজন, গাইবান্ধা একজন, চাঁদপুরে দুজন মারা যাওয়ার ঘটনা দুঃখজনক। যারা মারা গেছেন তাদের জন্য প্রার্থীদের দায় নিতে হবে। প্রার্থীদের আবেগী না হ‌ওয়ার আহ্বান জানান হুমায়ুন কবীর খোন্দকার।

তিনি জানান, সিলেটের জকিগঞ্জ উপজেলার কাজলসারে দুই রিটার্নিং কর্মকর্তাকে নিয়মবহির্ভূত কর্মকাণ্ডের কারণে গ্ৰেফতার করেছে জেলা প্রশাসন। ইসি সচিব বলেন, শতকরা ৭০ ভাগ ভোট পড়েছে বলে আশা করা হচ্ছে। নিয়মবহির্ভূত হ‌ওয়া ৯টি কেন্দ্রে ভোট স্থগিত করা হয়েছে।

জানুয়ারী ০৫.২০২২ at ১৯:৪৪:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/সনি/জআ