পেকুয়ায় ব্যবসায়ীর বসতবাড়িতে দুর্ধর্ষ চুরি

কক্সবাজারের পেকুয়ায় এক ব্যবসায়ীর বসতবাড়িতে দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সোমবার (৩ জানুয়ারী) দুপুর ১২টার দিকে উপজেলা সদর ইউপির বাইম্যাখালী এলাকার মৃত হাজ্বী ওবাইদুল হাকিমের ছেলে মোস্তাক আহমদের বসতবাড়ীতে দিন দুপুরে দূর্ধর্ষ চুরির এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী মোস্তাক আহমদ বাদী হয়ে অজ্ঞাতনামা চোরের দলের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, ঘটনার দিন সকালে তার ভাই সৌদি প্রবাসী আহমদুর রহমানের পরিবার প্রয়োজনীয় কাজে ১১টার দিকে বাড়ি দরজা তালা বন্ধ করে বাহিরে যায়।

পরে দুপুর ১টার দিকে ভাতিজা আব্দু শুকুর পেকুয়া শহিদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ থেকে বাড়ি ফিরে দেখতে পায় ঘরের দরজা খোলা। ঘরের ভিতরে থাকা আলমারির তালা কাটা। তিনি সাথে সাথে বিষয়টি পরিবারের সকলকে মোবাইল ফোনের মাধ্যমে জানান। দ্রুত পরিবারের সকল সদস্যরা বাড়িতে গিয়ে দেখে সব চুরি হয়ে গেছে।

আরো পড়ুন :
থানচিতে বয়ক হেডম্যান পাড়াপ্রধানে ঘর আগুনে পুড়ে ছাই
রাঙ্গুনিয়ায় শীতার্তদের মাঝে মোহন মেম্বারের কম্বল বিতরণ

প্রবাসীর স্ত্রী বলেন, আমরা বাড়িতে না থাকার সুযোগে চোরের দল আমার বাড়িতে ঢুকে বাড়িতে রক্ষিত ২ লক্ষ ৮৫ হাজার টাকা এবং ৩ ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়।

এ বিষয়ে পেকুয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জানুয়ারি ০৩.২০২১ at ২২:১০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এমএসজু/রারি