পানি সংরক্ষনে প্রধানমন্ত্রী প্রদত্ত ট্যাংকি বিতরণ দৃষ্টান্ত হয়ে থাকবে- এমপি বাবু

পাইকগাছা-কয়রার সংসদ সদস্য মো আক্তারুজ্জামান বাবু বলেছেন, লবণাক্ত অঞ্চলে সুপেয় পানি সংরক্ষনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র প্রতিনিধি হিসেবে সংশ্লিষ্টদের মাধ্যমে পানির ট্যাংকি বিতরন করা হচ্ছে। সোমবার সকালে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আয়োজিত প্রধানমন্ত্রী প্রদত্ত পানির ট্যাংকি বিতরন কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পর্যায় ক্রমে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে নির্বাচনী এলাকায় ট্যাংকি সরবরাহের তথ্য দিয়ে এমপি বাবু সুভিধা ভোগিদের উদ্দেশ্য করে বলেন, সরকারী খরচ ছাড়া দয়া করে কেউ কারোর কাছে অবৈধ টাকা দিয়ে ট্যাংকি নেওয়ার চেষ্টা করবেন না।

উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু,ভাইচ চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু।

আরো পড়ুন :
সরিষা ক্ষেতে কীটনাশক প্রয়োগে মরছে মৌমাছি
কাহালুতে ২ দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

এ সময উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশলী মো. আমিনুল ইসলাম, উপজেলা আ’লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সাবেক সদস্য স্নেহেন্দু বিকাশ, উপজেলা যুবলীগ নেতা বারিক গাজী,আকরামুল ইসলাম,আমান সরদার, গৌতম রায়, মৃগাঙ্ক বিশ্বাস, প্রকৌশল অধিদপ্তরের অরুন ঢালী, ছাত্রলীগ নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী -পেশার মানুষ।

উল্লেখ্য, সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতায় ১০ টি ইউনিয়নে ৩ হাজার লিটারের ২৬০ টি পানির ট্যাংকি বিতরণ করা হবে।

জানুয়ারি ০৩.২০২১ at ১৮:৫৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/ইহমি/রারি