জাবিতে ‘যৌন নিপীড়ন বিরোধী সেল’ এর কমিটি পুনর্গঠন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) যেকোন ধরণের যৌন নির্যাতন, যৌনতা বিষয়ক হয়রানি ইত্যাদি বিষয়ে অভিযোগ দায়েরের জন্য হাইকোর্টের নির্দেশনার আলোকে গঠিত ‘যৌন নির্যাতন সংক্রান্ত অভিযোগ কমিটি পুনর্গঠন করা হয়েছে।

কমিটির সভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন জাবি লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. জেবউননেছা। রবিবার (২ জানুয়ারি), বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কমিটি পুনর্গঠনের বিষয়টি জানানো হয়।

উক্ত কমিটি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যেকোন ধরণের যৌন নির্যাতন সংক্রান্ত অভিযোগ গ্রহনপূর্বক মহামান্য হাইকোর্টের নির্দেশনার আলোকে আইনানুগ ব্যবস্থা নিবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আরো পড়ুন :
রাণীশংকৈলে হতদরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
গুরু গোবিন্দ সিং এর ৩৫৬তম জন্মদিনে শোভাযাত্রা

৭ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য সদস্যরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. সাবিতা রিজওয়ানা রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. জোবাইদা নাসরীন, জাবি আইন ও বিচার বিভাগের সহযোগী অধ্যাপক তাপস কুমার দাস, জাবি পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিকস বিভাগের সহকারী অধ্যাপক জেবুন্নেছা জেবা, জাবি বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ইশিতা আখতার। কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন ডেপুটি রেজিস্ট্রার (সাধারণ প্রশাসন) জনাব শাহনাজ হোসেন।

নব মনোনীত সভাপতি অধ্যাপক ড. জেবউননেছা বলেন, ‘আমার জেন্ডার স্পেশালিষ্ট হিসেবে কাজ করার পূর্ব অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে সুষ্ঠ তদন্তের মাধ্যমে কেউ যৌন নির্যাতনে অভিযুক্ত হলে আমরা তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্হা গ্রহন করবো। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে যৌন নির্যাতন প্রতিরোধে এমন একটি কমিটি আছে সেটা বিশ্ববিদ্যালয়ের সবার মাঝে ছড়িয়ে দেয়ার লক্ষ্যেও আমরা কাজ করবো।’

জানুয়ারি ০৩.২০২১ at ১৬:৩০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/নাউ/রারি