মতলব উত্তরের ইসলামাবাদ ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ

পরিকল্পনা প্রতিমন্ত্রী প্রফেসর ড. শামসুল আলম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার দেশের শীতার্ত মানুষের পাশে রয়েছেন। প্রতিটি এলাকায় দরিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। সমাজের হতদরিদ্র মানুষের শীতের কষ্ট লাগবে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।

রবিবার সকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী শরিফুল হাসানের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট নুরুল আমিন রুহুল।

আরো পড়ুন:
ক্ষেতলালে জাতীয় সমাজসেবা দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত
শিবগঞ্জে নতুন বই নিতে এসে তিন স্কুল ছাত্রী নিখোঁজ

বক্তব্য রাখেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) ইয়াছির আরাফাত, মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শাহজাহান কামাল, ইসলামাবাদ ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান শাখাওয়াত হোসেন সরকার মুকুল।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব এডভোকেট আক্তারুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন রমনা থানা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাসান ইমাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক কবির হোসেন মাষ্টার, মহিলা আওয়ামী লীগ নেতা লিপি বেগম, ইসলামাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবু অমৃত লাল নাগ, ষাটনল ইউপি চেয়ারম্যান ফেরদাউস আলম সরকার, মুন্সিরহাট কলেজের অধ্যক্ষ এম এ মালেক, ইউপি সদস্য মো. খলিলুর রহমান মিয়াজী ।

জানুয়ারী ০২.২০২২ at ২১:২২:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মই/মক