গাইবান্ধায় জয়নাল আবেদীন প্রিপারেটরি স্কুলে বই উৎসব

দারিয়াপুর জয়নাল আবেদীন প্রিারেটরী স্কুলে “বই উৎসব-২০২২” উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সকালে নতুন বই নিতে শিক্ষার্থীরা দলবেঁধে স্কুল প্রাঙ্গনে এসে জড়ো হতে থাকে। শিক্ষকরাও শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে সকাল থেকেই বইগুলো গুছিয়ে রাখতে শুরু করেন।

শনিবার (১লা জানুয়ারি) সকাল ১০টায় স্কুল প্রাঙ্গনে বই উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। বিদ্যালয়ের পরিচালক ও অধ্যক্ষ সুমন কুমার বর্মন শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে বই বিতরণের আনুষ্ঠানিকতার উদ্বোধন করেন। পরে বিদ্যালয়ের সহকারি শিক্ষক/শিক্ষিকা, অভিভাবকগণ শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে বছরের শুরু থেকে ভালো করে লেখাপড়া চালিয়ে যাওয়ার জন্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।

আরো পড়ুন:
মাটিরাঙ্গায় বছরের শুরুতে নতুন মলাটের বই পেলেন শিক্ষার্থীরা
দুমকিতে জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বছরের শুরুতেই বই হাতে পেয়ে শিক্ষার্থীরা আনন্দ উল্লাসে মেতে ওঠে। প্রথম শ্রেণির ছাত্রী তানহা বলেন, বছরের শুরুতেই নতুন বই হাতে পেয়ে খুব মজা লাগছে। এজন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি।

বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক, অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জানুয়ারী ০১.২০২২ at ১৬:১৬:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/সকব/জআ