যশোরে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, আটক- ৩

যশোরের ডিবি পুলিশ একটি চোরাই মোটরসাইকেলসহ তিনজনকে আটক করেছে। এরা হলো, সদর উপজেলার এনায়েতপুর মধ্যপাড়ার হাবিবুর রহমানের ছেলে সাব্বির হোসেন (২১), ঝাউদিয়া গ্রামের আবদার আলী গাজীর ছেলে শাফিক (২৭) এবং বাদিয়াটোলা গ্রামের জাবেদ আলীর ছেলে ইলিয়াস (২৮)।

ডিবি পুলিশের ওসি রুপন কুমার সরকার জানিয়েছেন, বাদিয়াটোলা গ্রামের আমির হোসেনের ছেলে মনিরুল ইসলাম তার মোটরসাইকেলটি (যশোর-হ-১৫-৫৪১৯) ২৩ ডিসেম্বর সন্ধ্যা ৬টার দিকে ঝাউদিয়া বাজারের পাশে তালবদ্ধ রেখে বাজারের মধ্যে যান। কিছু সময় পর এসে দেখেন তার মোটরসাইকেলটি নেই।

আরো পড়ুন :
যশোরের দেয়াড়ায় নৌকায় ভোট করার অপরাধে যুবলীগের দু’নেতার বাড়িতে বোমা হামলা
কোটচাঁদপুরে খান.কম ট্রাভেলস্রে পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

কে বা কারা সেটি চুরি করে নিয়ে গেছে। এই ঘটনায় তিনি গত বৃহস্পতিবার কোতয়ালি থানায় একটি মামলা করেন। এই মামলাটি তদন্ত করে ডিবি পুলিশ। তারা গোপন সূত্রে সংবাদ পেয়ে পালবাড়ির মোড় ও হাশিমপুর এলাকায় অভিযান চালিয়ে শুকক্রবার তিনজনকে আটক করেন। পরে তাদের কাছ থেকে চুরি করা মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

ডিসেম্বর ৩১.২০২১ at ২৩:৫০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/শজ/রারি