ঠাকুরগাঁও জেলা মহিলা আ’লীগের সভাপতির পক্ষ থেকে ৩০০ নারীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

হিমালয়ের পাদদেশে আবস্থিত সর্ব উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে ক্রমেই বাড়ছে শীতের তীব্রতা ও ঠান্ডার প্রকোপ। তাছাড়াও গত দুদিন ধরে হয়ে গেল গুড়ি গুড়ি বৃষ্টি। এতে অসহায় হয়ে পড়েছে অস্বচ্ছল ও নিম্ন আয়ের শ্রমজীবি নারীরা।

এসব অসহায় নারীদের দূর্ভোগের কথা চিন্তা করে প্রতি বছরের ন্যায় এবারও অসহায় নারীদের শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছেন জেলা মহিলালীগের সভাপতি ও ঠাকুরগাঁও পৌরসভার সংরক্ষিত ৭, ৮, ও ৯ নং ওয়ার্ড কাউন্সিলর দ্রৌপদী দেবী আগরওয়ালা।

শুক্রবার (৩১ ডিসেম্বর) সকাল এগারোটায় ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মাঠে ৩০০ অসহায় ও ছিন্নমূল নারীদের হাতে তিনি একটি করে কম্বল তুলে দেন।

আরো পড়ুন :
কোটচাঁদপুরে বিএনপি’র সঙ্গে ভাইস প্রেসিডেন্ট জয়নুল আবেদীনের সৌজন্য সাক্ষাত
শার্শা উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন’র ৬ষ্ঠ বার্ষিক অনুষ্ঠিত

নারীনেত্রী দ্রৌপদী দেবী আগারওয়ালা ধারাবাহিকভাবে কয়েক বছর ধরে তার নিজ অর্থায়নে এসব অসহায় নারীদের শীতবস্ত্র হিসেবে কম্বল ও শিশুদের মাঝে জ্যাকেট ও সোয়েটার বিতরণ করে আসছেন।

বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী দুর্গা দেবী আগারওয়ালা, নারানেত্রী রেখা বেগম, শেফালী আক্তার, পারভীন আক্তার, আনারকলি সুমি প্রমুখ। ঠাকুরগাঁও জেলা মহিলা আ’লীগ সভাপতি বলেন, এ জেলায় শীতের প্রকোপ অনেক বেশী থাকে।

নিম্নআয়ের মানুষের এই সময় অনেক কষ্ট হয়। তাই প্রতিবছরের ন্যায় এবারও শীতবস্ত্র কম্বল বিতরণ করছি।

ডিসেম্বর ৩১.২০২১ at ২২:২২:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/হুক/রারি