লালপুরে ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

‘স্মার্ট ফোনে আসক্তি: পড়াশোনার ক্ষতি’ এই প্রতিপাদ্য কে সামনে রেখে নাটোরের লালপুরে ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৯ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশসানের আয়োজনে ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় নর্থ বেঙ্গল সুগার মিলস্ উচ্চ বিদ্যালয় মাঠে (২৯ ও ৩০ ডিসেম্বর) দু’দিন ব্যাপী এ বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন :
যবিপ্রবি’র বাসে দুর্বৃত্তদের হামলায় আটক -১
 যশোরে কাজল রেখার লিঙ্গ নির্ধারণ নিয়ে ধোঁয়াশা! শনাক্তের নির্দেশনা আদালতের

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শাম্মী আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন ঘোষনা করেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আনিসুজ্জামান বাবু, গোপালপুর পৌর আ’লীগের সাধারণ সম্পাদক রোকনুল ইসলাম লুলু, বিলমাড়ীয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টু, ওয়ালিয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব নূরে আলম সিদ্দিকী, কদিমচিলান ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আনছারুল ইসলাম, দুড়দুড়িয়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফা, লালপুর ইউনিয়ন আ.লীগের (একাংশের) সাধারণ সম্পাদক তোহিদুল ইসলাম বাঘা প্রমুখ। দুইদিন ব্যাপী অনুষ্ঠিত বিজ্ঞান মেলায় উপজেলার ২০ টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে।

ডিসেম্বর ২৯.২০২১ at ১৫:২০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/আশ/মক/রারি