লাল-সবুজের স্বপ্ন ভেঙে দিল শ্রীলঙ্কা

ছবি সংগৃহীত

বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন ম্যানস ভলিব‌লে বাংলা‌দে‌শকে ৩-০ সে‌টে হারি‌য়ে চ্যাম্পিয়ন হ‌য়ে‌ছে শ্রীলঙ্কা। এ নিয়ে তৃতীয়বারের মতো ফাইনালে উঠেছিল স্বাগতিকরা। আশা ছিল শিরোপা উঁচিয়ে ধরার। তবে লাল-সবুজের সেই স্বপ্ন স্বপ্নই থেকে গেল।

উৎসবের জন্য পুরো প্রস্তুত ছিল মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম। টুর্নামেন্টে মেয়েদের ব্যর্থতার পর ছেলেদের নিয়ে আশায় ছিলেন খোদ আয়োজকরাও।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) হাইভোল্টেজ ম্যাচটিতে প্রথম সেটে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল, যদিও ২৬-২৮ পয়েন্টের সামান্য ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। দ্বিতীয় সেটেও বাংলাদেশের হার ২০-২৫ পয়েন্টে। এরপর তৃতীয় সেটও একই ব্যবধানে জিতে শিরোপা উৎসবে মাতে শ্রীলঙ্কা।

আরো পড়ুন:
শিবগঞ্জে ইউপি চেয়ারম্যান শহীদের দায়িত্বভার গ্রহণ উপলক্ষে সংবর্ধনা প্রদান
গাবতলীর চেয়ারম্যান প্রার্থী সাগরের পক্ষে ভোট চেয়ে গনসংযোগ

২০১৬ সালে কিরগিজস্তানকে হারিয়ে প্রথম ও সবশেষ এই শিরোপা জেতা বাংলাদেশ ২০১৮ সালে হয়েছিল রানার্সআপ। তিন বছর পর আবার ফাইনালে উঠেছিল স্বাগতিকরা। তবে দ্বিতীয়বারের মতো শিরোপা জেতা হয়নি। কেবল বেড়েছে আক্ষেপ।

ডিসেম্বর ২৮.২০২১ at ১৯:৩৬:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/সনি/জআ