ইউনেস্কো থেকে দুর্গাপূজাকে স্বীকৃতি দেয়ায় কলকাতায় র‌্যালী

আমরা যারা দুর্গাপূজা প্রেমী, থ্যাঙ্ক ইউ ইউনেস্কো ২০২১। বেলা দুটোর সময় রানু ছায়ামঞ্চ এর কাছ থেকে এক বিশাল র‍্যালি শুরু হয়, র‌্যালি পার্ক স্টিট, নিউ মার্কেট হয়ে, ধর্মতলা ডরিনা ক্রসিং এ শেষ হয়, আমরা যারা দুর্গাপূজা প্রেমী এই উৎসবকে ঘিরে র‍্যালি, গর্বের বার্তা হোক পদযাত্রা ২০২১।

 

এই র‌্যালিতে অংশগ্রহণ করে বিভিন্ন ক্লাবের উদ্যোক্তারা, দুই থেকে আড়াই হাজার ক্লাবের সদস্য এই র‍্যালিতে পা মেলান। দরিনা ক্রসিং আলি গিয়ে পৌঁছলে এবং শেষ হলে একটি ফেস্টুন উন্মোচিত হলো, থ্যাংক ইউ ইউনেসকো 2021, উপস্থিত ছিলেন র‍্যালির প্রথম থেকে পায়ে পা মেলান সবার সাথে বিধায়ক দেবাশীষ কুমার, পুরমন্ত্রী শ্রীমতি চন্দ্রিমা ভট্টাচার্য, কাউন্সিলর তরুণ সাহা ।

আরো পড়ুন:
সি.আর.সি’র পক্ষ থেকে শীতার্ত পথশিশুদের শীতবস্ত্র বিতরণ
তাহিরপুর হাসপাতালকে ঘিরে কুচক্রী মহলের গভীর চক্রান্ত, জনমনে ক্ষোভ

এছাড়া ছিলেন সুদীপ পোল্লে, সঞ্জীব বক্সী , শিল্পী সনাতন দিন্দা এবং আরো অনেকে। খুব ছোট সংক্ষিপ্ত বক্তৃতার মাধ্যমে বলেন দুর্গা পুজো বাঙালির গর্ব, আর এই উৎসব হয়ে উঠল বাঙালির কাছে একটা বড় গর্বের অনুষ্ঠান, পুজো কাটুক সবার আনন্দে, এরপর জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ করেন।

ডিসেম্বর ২২.২০২১ at ১৩:০৮:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/সরশদ/মক