চৌগাছায় তিনশতাধিক ব্যক্তিকে কম্বল দিল জামায়াত

শোরের চৌগাছায় ক্ষুদ্র-নৃতাত্বিক জনগোষ্ঠী, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণির নিম্ন আয়ের তিনশতাধিক ব্যক্তিকে মধ্যে কম্বল প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌগাছা উপজেলা শাখা। সোমবার দুপুরে শহরের একটি মসজিদ প্রাঙ্গনে এই কম্বল বিতরণ করা হয়।

এসময় উপজেলা জামায়াত আমীর মাওলানা গোলাম মোরশেদ, ভারপ্রাপ্ত সেক্রেটারি মাওলানা গিয়াস উদ্দিন, পাশাপোল ইউনিয়ন সভাপতি শাহ আলম, সুখপুকুরিয়া ইউনিয়ন সভাপতি আব্দুল আলীম, চৌগাছা পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুর রহমানসহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি-সেক্রটারিরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন :
সিরাজগঞ্জে মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল
নাইক্ষ্যংছড়িতে সাড়ে ৩ কোটি টাকার মাদক ধ্বংস করলেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট

শহরের আদিবাসীপাড়ার বাসিন্দা অরুন কুমার ও সাবানা রাণি বলেন, কম্বল পেয়ে ভালো লাগছে। তাঁরা ডেকে এনে আমাদের কম্বল দিয়েছেন। হঠাৎ করে শৈত প্রবাহ শুরু হওয়ায় খুব বেশি শীত পড়ছে। এই কম্বলে আমাদের খুব উপকার হবে। উপজেলা জামায়াতের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে নিজেদের সামর্থের মধ্যে উপজেলার বিভিন্ন পেশার মানুষদের মধ্যে সোমবার তিনশতাধিক ব্যক্তিকে কম্বল প্রদান করা হয়েছে। ভবিষ্যতে আরও বিতরণ করার চেষ্টা করা হবে বলেও জামায়াত নেতৃবৃন্দ জানান।

ডিসেম্বর ২০.২০২১ at ২০:১৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মই/রারি