জেইউডিও’র আয়োজনে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা শুরু শুক্রবার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় বিতর্ক সংগঠন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশনের (জেইউডিও) আয়োজনে ‘সব রঙ এক হবে যুক্তির ক্যানভাসে’-এ স্লোগানে আগামী শুক্রবার (১৭ ডিসেম্বর) থেকে ১৪তম আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা-২০২১ শুরু হচ্ছে।

বুধবার (১৫ ডিসেম্বর) বিকালে সংগঠনের প্রেস এন্ড মিডিয়া সেক্রেটারি আব্দুল্লাহ আল হাবিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি জেইউডিও’র আয়োজনে ‘জাতীয় বিতর্ক উৎসব-২০২১’ প্রতিযোগিতার পর এবার শুরু হচ্ছে ১৪তম আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা। বিশ্ববিদ্যালয়ের বিভাগগুলোর অংশগ্রহণে আগামী ১৭ ডিসেম্বর এ বিতর্ক প্রতিযোগিতা শুরু হবে। প্রতিযোগিতার চুড়ান্ত পর্ব আগামী ২৩ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে অনুষ্ঠিত হবে। এবার প্রতিযোগিতাটি ‘সংসদীয় ফরম্যাট’ ও ‘ট্যাব’ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।

আরো পড়ুন :
জাবিতে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দু’দিনব্যাপী সম্মেলন
শেখ হাসিনার সম্মান রক্ষার্থে সবাইকে নৌকায় ভোট দিতে হবে- মেহেদী হাসান মিন্টু

এতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বিতর্ক সংগঠন হিসেবে বরাবরই জেইউডিও অভ্যন্তরীণ বিতর্ক চর্চাকে শক্তিশালী করার প্রয়াস চালিয়ে আসছে। সেইসঙ্গে বিতর্ককে একটি সামাজিক আন্দোলনে রূপদানের লক্ষ্য নিয়ে আপামর জনসাধারণের মধ্যে যুক্তিবোধ ছড়িয়ে দেওয়ার কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে ১৪তম বারের মতো আয়োজিত হতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ বিতর্ক চর্চার সবচেয়ে বড় ও সম্মানজনক এ প্রতিযোগিতা।

এ প্রতিযোগিতার আহ্বায়ক জাহিদুল ইসলাম বলেন, জাবিতে করোনা পরবর্তী সময়ে এবারই সম্পূর্ণ স্বশরীরে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে৷ আশা করছি, সবাই স্বতঃস্ফূর্থভাবে প্রতিযোগিতাটি স্বশরীরে উপভোগ করবেন।

ডিসেম্বর ১৮.২০২১ at ১৯:৫২:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/ নাউ/রারি