বিজয় দিবস উদযাপন করছে ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (আইএসডি)

হোল-স্কুল অ্যাসেম্বলির মাধ্যমে এ বছর বাংলাদেশের গৌরবময় বিজয় দিবস উদযাপন করছে ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (আইএসডি)। অনুষ্ঠানে শিক্ষার্থীরা বিভিন্ন পারফরমেন্সের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মূল্যবোধ ও এর স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ত্যাগের বিষয়গুলো তুলে ধরেন।

আরো পড়ুন:
শৈলকুপায় নৌকাকে বিজয়ী করতে আওয়ামী লীগের বর্ধিত সভা
আত্রাইয়ে আ’লীগের ৯ বিদ্রোহী প্রার্থী বহিষ্কার

বাংলাদেশের স্বাধীনতা ও বিজয়ের সুবর্ণজয়ন্তীতে স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী শহীদ ও তাঁদের পরিবারের সদস্যদের সর্বোচ্চ আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতেই আইএসডি এ অনুষ্ঠানের আয়োজন করে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা অর্জন সম্পর্কে আগামী প্রজন্মকে জানাতে সামনের দিনগুলোতেও এ ধরনের অনুষ্ঠান আয়োজনের প্রত্যাশা রয়েছে আইএসডি’র।

ডিসেম্বর ১৫.২০২১ at ১৫:৪৬:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/দপ/এমএইচ