আসন্ন পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে মঙ্গলবার কলকাতা এস এন ব্যানার্জি রোড বিশাল র্যালি অনুষ্ঠিত হয় মাননীয় অশোক চক্রবর্তীর নেতৃত্বে তালতলা ৫৩ নম্বর পার্টি অফিসের সামনে থেকে বিশাল র্যালির আয়োজন করেন, বিভিন্ন জায়গা থেকে কয়েকশো তৃণমূল কর্মী তালতলা পার্টি অফিসে জমায়েত হয় এবং ওখান থেকে এস এন ব্যানার্জি রোড ধরে র্যালি এগিয়ে যায় সারিবদ্ধ ভাবে।
পিয়ারলেস ইন এর দিকে, কিন্তু প্রশাসনের পারমিশন না থাকায় র্যালি ঘুরে ওয়েলিংটন ক্রসিং হয়ে পুনরায় লেলিন সরণি ধরে মৌলালি দিকে বেঁকে যায়, সমস্ত তৃণমূল কর্মী মুখে একটি কথাই বারবার শোনা যায় বিজেপিকে একটি ভোট দেবেন না, একটি আসনও যেন জিততে না পারে, বাংলা দিদিকে আমরা চাই, বাংলা দিদিকে যেন ভোট দেন, জোড়া ফুলে ভোট দেবেন সকাল-সকাল ভোট দেবেন, এই আবেদন করতে থাকেন করপোরেশনে যেন বাংলার দিদি সবকটি আসন নিয়ে ফিরে আসে।
বাংলার মুখ্যমন্ত্রী যিনি সাধারণ মানুষের পাশে সবসময় রয়েছেন, উন্নয়নের কথা ভাবেন, তাকে আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করে করপোরেশনে ফিরিয়ে আনুন, এই বার্তা নিয়ে আজ প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে, এলাকায় এলাকায়, ঘরে ঘরে, অলিতে গলিতে প্রচার সারলেন তৃণমূল কর্মীরা, মা মাটি মানুষের জয়ের ধারাকে অব্যাহত রাখতে, উপস্থিত ছিলেন যার নেতৃত্বে এই পথসভা মাননীয় অশোক কুমার চক্রবর্তী ও উপস্থিত ছিলেন সঞ্জয় বক্সী মহাশয় ।
ডিসেম্বর ১৫.২০২১ at ১২:১৬:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/সর/ইসন