বুদ্ধিজীবী দিবসে জাবি ছাত্রলীগের মোমবাতি প্রজ্জ্বলন

১৯৭১ সালের ১৪ ডিসেম্বরে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) রাত আটটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করেন তারা। এ সময় শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচিতে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কর্মী সাইফুল ইসলাম বলেন, ‘১৪ ডিসেম্বর বাঙালি ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায়। তারা বুদ্ধিজীবীদের হত্যার মাধ্যমে এই দেশটি মেধাশূন্য করতে চেয়েছিল কিন্তু তারা সফল হয়নি।

আরো পড়ুন :
উপকূলে টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে লবন ও খরা সহনশীল ধানবীজ বিতরণ
হঠাৎ গাড়ীতে অসুস্থ হয়ে মাথা ঘুরে পড়ে গেলেন পরীমনি

আজকে বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনায় নিয়ে এগিয়ে যাচ্ছে। শহীদ বুদ্ধিজীবীদের রেখে যাওয়া পথেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে।’

মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, শাখা ছাত্রলীগ কর্মী আক্তারুজ্জামান সোহেল, আকলিমা আক্তার এশা, মাহবুবুল হক রাফা, আজিজুর রহমান লিলু, আরিফুল আলম, রতন বিশ্বাস, হাবিবুর রহমান লিটন, এনামুল হক এনাম, আব্দুর রহমান ইফতি ও আলম শেখ প্রমুখ।

ডিসেম্বর ১৪.২০২১ at ১৫:০০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/নাউ/রারি