রাসিকের উদ্যোগে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযথ মর্যাদায় বিভিন্ন কর্মসূচিতে পালন করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় নগরীর টিঁবাধ সংলগ্ন বাবলাবন বধ্যভূমি স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের পক্ষে কাউন্সিলরবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় রাসিকের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে পৃথক পৃথক ভাবে শ্রদ্ধা নিবেদন করা হয়।

শ্রদ্ধা নিবেদনের পূর্বে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। বক্তব্য দেন রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন। সংক্ষিপ্ত বক্তব্য শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা সহ সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাতাজ করা হয়। মোনাজাত পরিচালনা করেন সোনাদিঘী মসজিদের পেশ ইমাম ক্বারী মো. মামুনুর রশীদ।

আরো পড়ুন :
ইলিশ দিয়ে তৈরী হচ্ছে এবার স্যুপ এবং নুডুলস
যশোরের দেয়াড়া ইউনিয়নে নৌকা প্রতীক বিজয়ের লক্ষে মতবিনিময় সভা

এ সময় রাসিকের ১১নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম তজু, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সোবহান, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ২৬নং ওয়ার্ড কাউন্সিলর মো. আকতারুজ্জামান, ২নং সংরক্ষিত আসনের কাউন্সিলর আয়েশা খাতুন, ৮নং সংরক্ষিত আসনের কাউন্সিলর নাদিরা বেগম, প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, সচিব মো. মশিউর রহমান, প্রধান প্রকৌশলী শরিফুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইমরানুল হক, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নুর-ঈ-সাঈদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুর ইসলাম তুষার, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, নির্বাহী প্রকৌশলী যান্ত্রিক আহমেদ আল মঈন পরাগ, নির্বাহী প্রকৌশলী মাহমুদুর রহমান, নিলুফার ইয়াসমীন, নির্বাহী প্রকৌশলী সুব্রত সরকারসহ বিভিন্ন শাখার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে বাদ যোহর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে নগরভবন মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে রাসিকের সচিব মো. মশিউর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইমরানুল হক, প্রধান প্রকৌশলী শরিফুল ইসলামসহ বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নগরভবন মসজিদের পেশ ইমাম হাফেজ মো. আবুল খায়ের।

ডিসেম্বর ১৪.২০২১ at ২০:৫৮:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মারারা/রারি