যশোরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বুদ্ধিজীবী দিবস পালন

যশোরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ আয়োজন করা হয়।

যশোর সরকারি এম এম কলেজে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মর্জিনা আক্তার। বিশেষ অতিথি ছিলেন প্রফেসর নাসিম রেজা। প্রফেসর জিল্লুর বারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সহযোগি অধ্যাপক মুকুল হায়দার ও সহকারি অধ্যাপক আব্দুল মোমিন।

যশোর সরকারি মহিলা কলেজে প্রধান অতিথি ছিলেন প্রফেসর ড. মিয়া আব্দুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক হুমায়ুন কবির। সভাপতিত্ব করেন প্রফেসর এবিএম আনোয়ার ইকবাল।

যশোর সরকারি কলেজে অধ্যক্ষ প্রফেসর নার্গিস শিরীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রফেসর শাহনূর আলম, প্রফেসর অমল কুমার বিশ্বাস, শিক্ষক পরিষদের সম্পাদক বিদ্যুৎ কুমার বিশ্বাস, মুক্তিযোদ্ধা কাজী আব্দুল খালেক ও অনুষ্ঠানের আহবায়ক আবু জুবায়ের।

ডা. আব্দুর রাজ্জাক কলেজে অধ্যক্ষ জেএম ইকবাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মঞ্জুরুল ইসলাম, শিক্ষক আব্দুল গফুর, বেলাল হুসাইন ও ড.ওয়াহেদুল ইসলাম।

আরো পড়ুন :
উচ্চ আদালতের আদেশে কাহালুর কালাই ইউপি নির্বাচনে আবু তাহেরের প্রার্থীতা বহাল
পাবনার ভাঙ্গুড়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

শিক্ষাবোর্ড স্কুল অন্ড কলেজে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ কল্যাণ সরকার। প্রভাষক সাইফুদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কাজী আব্দুল খালেক ও প্রভাষক গোলাম রসুল।

যশোর জিলা স্কুলে প্রধান অতিথি ছিলেন প্রধান শিক্ষক শোয়াইব হোসেন। সহকারি প্রধান শিক্ষক সেলিমা খাতুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক এস এম গোরকি, নজরুল ইসলাম, বিধান চন্দ্র রায়, আব্দুর রহমান, শরিফুল ইসলাম, সহকারি শিক্ষক উদয় কুমার কুন্ডু, লক্ষণ কুমার ও তৃপ্তি রাণী ঘোষ।

ডিসেম্বর ১৪.২০২১ at ১৯:৫৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/রারি