বিজয়ের মাসে জাতীয় পতাকা বিক্রি করছেন শাকিল ফকির

খুলনার পাইকগাছায় ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষ্যে ১ হাজার ৫শ’ জাতীয় পতাকা বিক্রি করতে মাদারীপুর জেলা থেকে খুলনার পাইকগাছায় এসেছেন শাকিরুল ইসলাম শাকিল (৩৬) ও তার ৩ বন্ধু মোশাররফ হোসেন, শাহাবুদ্দিন ও আব্দুস সালাম।

প্রতিদিন সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের সামনে ও পৌর শহরের বিভিন্ন সড়কের অলি- গলিতে ঘুরে ঘুরে তারা জাতীয় পতাকা বিক্রী করেন। আকার ভেদে ২০ থেকে ২৫০ টাকা করে পতাকার দাম নেন শাকিল। শাকিল জানায়, এক সপ্তাহ যাবৎ খুলনা থেকে পাইকগাছায় এসে পতাকা বিক্রি করে আবার খুলনায় চলে যায়।

আরো পড়ুন :
পাবনার ভাঙ্গুড়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
উচ্চ আদালতের আদেশে কাহালুর কালাই ইউপি নির্বাচনে আবু তাহেরের প্রার্থীতা বহাল

বর্তমান শাকিল ও তার বন্ধুরা খুলনা সোনাডাঙ্গা এলাকায় একটি মেসে থাকেন। তিনি দীর্ঘ ১৪ বছর যাবৎ বিভন্ন দিবসে জাতীয় পতাকা এবং বিভিন্ন নির্বাচনের প্রতীক সম্বলিত বুকে লাগানো, হ্যাণ্ড ও কপালে লাগানো ব্যাচ বিক্রি করেন। তার বেঁচা বিক্রী ভাল বলে সন্তোষ প্রকাশ করেন। শাকিল মাদারিপুর জেলার শিবচর উপজেলার যাদুয়াচর গ্রামের শাহাবুদ্দিন ফকিরের ছেলে।

ডিসেম্বর ১৪.২০২১ at ১৯:৪৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/ইহ/রারি