উচ্চ আদালতের আদেশে কাহালুর আবু তাহেরের প্রার্থীতা বহাল

উচ্চ আদালতের আদেশে বগুড়ার কাহালু উপজেলার কালাই ইউপির বর্তমান চেয়ারম্যান আবু তাহের সরদার হান্নানের প্রার্থীতা বহাল রয়েছে। বেশ কয়েকদিন ধরে আইনী লড়াই করে প্রতিক বরাদ্দের এক সপ্তাহ পরে টেলিফোন প্রতিক নিয়ে তিনি নির্বাচনী মাঠে নামলেন।

জানা গেছে ৪র্থ ধাপে কাহালুর ৮ইউপি নির্বাচনের জন্য গত ২৯ নভেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই পর্বে ঋন খেলাপীর কারণে কালাই ইউপির আবু তাহের সরদারের প্রার্থীতা বাতিল হয়। ৩ ডিসেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত আপিল শুনানীতেও তার প্রার্থীতা বাতিলই থাকে।

আরো পড়ুন :
লোহিত রক্ত কণিকা বাড়াতে যেটা খাওয়া জরুরি
ভাল নেই কালাইয়ের আশ্রয়ন প্রকল্পের বাসিন্দারা

অবশেষে উচ্চ আদালতে গেলে তার প্রার্থীতা বহাল রাখা হয়। উপজেলা নির্বাচন অফিসার জিন্নাত আরা জলি জানান, উচ্চ আদালতের আদেশে সোমবার আবু তাহের সরদারকে প্রতিক বরাদ্দ দেওয়া হয়।

ডিসেম্বর ১৪.২০২১ at ১৮:১৮:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/এসএমডি/রারি