আফ্রিকার দেশ মালিতে বোমা হামলায় সাত শান্তিরক্ষী নিহত

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে বোমা হামলায় জাতিসংঘের সাত শান্তিরক্ষী নিহত হয়েছেন। আরও তিনজন আহত হয়েছেন শান্তিরক্ষা মিশনে।
বুধবার (৮ ডিসেম্বর) মালির মধ্যাঞ্চলীয় এলাকায় রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে এ ঘটনা ঘটে।
জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর একটি লজিস্টিকস কনভয় মালির দোউয়েন্তজা শহর থেকে সিভারে শহরে যাচ্ছিল ।

আরো পড়ুন:
শিক্ষিত জাতি গঠনে অভিভাবক ও শিক্ষকদের সচেতন হতে হবে- প্রতিমন্ত্রী
একাত্তরের এই দিনে দৌলতপুর যেভাবে শত্রু মুক্ত হয়

মোপতি অঞ্চলের বানদিয়াগারা এলাকায় পৌঁছালে কনভয়ে একটি ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) আঘাত করে।

আল-কায়েদা ও ইসলামিক স্টেট (আইএস) সংশ্লিষ্ট জঙ্গিগোষ্ঠীগুলো সক্রিয় রয়েছে মালির এইসব এলাকাতে । এখনো পর্যন্ত কোনো গ্রুপ । হামলার দায় স্বীকার করেনি।

ডিসেম্বর ০৯.২০২১ at ১১:২২:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/সনি/ইসন