ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত, সেনা সর্বাধিনায়ক আহত, নিহত ৭

তামিলনাড়ুর কুন্নুরে বিমান বাহিনীর হেলিকপ্টার দুর্ঘটনায় গুরুতর জখম চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত। তার সঙ্গে স্ত্রী, প্রতিরক্ষা সহকারী, নিরাপত্তা কমান্ডো এবং একজন আইএএফ পাইলট ছিলেন। তিনি গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন ৭ জন।

বুধবার (৮ ডিসেম্বর) দুপুর ১২টা ৪০ মিনিটে তামিলনাড়ুর কুন্নুরের জঙ্গলে ভেঙে পড়ে সেনার এমআই- ১৭ কপ্টারটি। ওই হেলিকপ্টারেই ছিলেন বিপিন। তার স্ত্রীও সেনা সর্বাধিনায়কের সঙ্গেই ছিলেন বলে জানা গেছে। দুর্ঘটনাস্থল থেকে বিপিনকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। তাঁকে ভর্তি করানো হয়েছে হাসপাতালে।

আরো পড়ুন:
ঢাকায় ওয়াসার নতুন সংযোগ স্থাপনে রাস্তা খোঁড়াখুঁড়ি, ভোগান্তিতে জনগণ
মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থান ও স্মারকলিপি

সেনার ওই কপ্টারে বিপিন-সহ মোট নয় জন ছিলেন। ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধারকাজ চলছে জোরকদমে। কুন্নুরে গভীর জঙ্গলের উপর ভেঙে পড়ে। ভেঙে পড়ার পরেই হেলিকপ্টারে আগুন ধরে যায়। নীলগিরির কালেক্টর জানিয়েছেন, কপ্টার দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে।

ডিসেম্বর ০৮.২০২১ at ১৬:৪৮:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/আবপ/ইসন