রানীশংকৈলে কোচ-সিএনজি সংঘর্ষে নিহত-১, আহত-১

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল- পীরগঞ্জ পাকা সড়কে বুধবার (৮ ডিসেম্বর) সকাল ৭ টার দিকে একটি কোচ(নাম জানা যায়নি) ও একটি সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ১ মহিলা নিহত ও ১ ব্যক্তি আহত হয়েছেন। রানীশংকৈল থানার এসআই খাজিম উদ্দীন এ তথ্য নিশ্চিত করেন ।

জানা গেছে যাত্রীবাহী ঐ কোচটি ঢাকা থেকে রানীশংকৈল আসছিল এবং সিএনজিটি পীরগঞ্জ যাচ্ছিল। পথিমধ্যে আব্দুর রহিম ফিলিং স্টেশনের কাছে তাদের মুখোমুখি সংঘর্ষে সিএনজি যাত্রী হরিপুর উপজেলার বকুয়া-বটতলা গ্রামের হাসান আলীর স্ত্রী সাফেদা বেগম (৪৫) নিহত হন।

আরো পড়ুন :
সবাইকে ঐক্যবদ্ধভাবে উন্নয়নের প্রতীক নৌকা কে বিজয়ী করতে হবে- এমপি প্রিন্স
সাগর মোহনায় জেলে ট্রলার ডুবি, ভোলায় নিখোঁজ ২০ জেলে পরিবার উদ্বেগ- উৎকন্ঠায়

অপরদিকে রানীশংকৈল উপজেলার বলিদ্বারা গ্রামের মৃত রমেশ চন্দ্রের ছেলে নবীন চন্দ্র (৪৫) গুরুতর আহত হন । তাকে রানীশংকৈল হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ জাহিদ ইকবাল এ দুর্ঘটনায় নিহত মহিলার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিসেম্বর ০৮.২০২১ at ১৫:০০:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/হক/রারি