সবাইকে ঐক্যবদ্ধভাবে উন্নয়নের প্রতীক নৌকাকে বিজয়ী করতে হবে- এমপি প্রিন্স

পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স বলেছেন, সোনার বাংলা প্রতিষ্ঠা করতে, ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত দেশ গড়তে নৌকা বিজয় এর কোন বিকল্প নেই।

মঙ্গলবার রাতে মালঞ্চি ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল আলিমকে জয় করার লক্ষ্যে বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। অনুন্নত রাষ্ট্র থেকে বাংলাদেশ আজ উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হয়েছে। এই উন্নয়নকে ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে নৌকাকে বিজয়ী করতে হবে। কারণ নৌকা উন্নয়নের প্রতীক। এমপি প্রিন্স আরো বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে যে উন্নয়ন সাধিত হয়েছে এইসব উন্নয়নের বার্তা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে হবে।

আরো পড়ুন :
সাগর মোহনায় জেলে ট্রলার ডুবি, ভোলায় নিখোঁজ ২০ জেলে পরিবার উদ্বেগ- উৎকন্ঠায়
ঝিনাইদহের কালীচরণপুরে নির্বাচনী প্রচারণায় নৌকার প্রার্থী কৃষ্ণপদ

সভায় মালঞ্চি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও নৌকার প্রার্থী আব্দুল আলীমের সভাপতিত্বে আরও বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক সোহেল হাসান শাহীন, পাবনা পৌর মেয়র শরিফ উদ্দিন প্রধান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আমিনুল ইসলাম টিপু, আবুল কাশেম, গোলাম রব্বানী টেগার, যুগ্মসাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ, দপ্তর সম্পাদক সাইফুল শেখ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার রেখা ,যুগ্ন-সম্পাদক নেহার আফরোজ জলি, বাংলাদেশ আওয়ামী লীগের ধর্মবিষয়ক উপ কমিটির সাবেক সদস্য আব্দুল্লাহ আল মামুন, জেলা শ্রমিকলীগের সভাপতি ফোরকান আলী, জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক শাহাদাত মুন্সি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খন্দকার আহমেদ শরীফ ডাবলু, জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক শিবলী সাদিক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন, সরকারি এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

অনুষ্ঠানে মালঞ্চ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলামের পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক হিরোক হোসেন, জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ, পৌর আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান রকি, জেলা ছাত্রলীগের সাবেক নেতা স্বপন আহমেদ, সহ ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ড এর সভাপতি সাধারণ সম্পাদক ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ডিসেম্বর ০৭.২০২১ at ২৩:১৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মিতা/রারি