সরকারি অফিসে ‘আগ্নেয়াস্ত্র’ সেলফিতে তৃণমূল সভানেত্রী

পশ্চিমবঙ্গে সরকারি অফিসে ‘আগ্নেয়াস্ত্র’ হাতে বসে রয়েছেন এক নারী। পিছনে সরকারি আধিকারিকদের নামের তালিকা। তাঁর ডান হাতে ধরা আগ্নেয়াস্ত্র, বাম হাত দিয়ে সম্ভবত মোবাইল ফোনে আগ্নেয়াস্ত্রসহ নিজস্বী তুলছেন তিনি। পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির সভাপতি মৃণালিনী মণ্ডল। তাঁরই এমন ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। এ নিয়ে রীতিমতো তুলকালাম শুরু হয়েছে স্থানীয় রাজনীতিতে।

বিষয়টি প্রকাশ্যে আসতেই তৃণমূলকে একের পর এক আক্রমণ করে চলেছে বিজেপি। গেরুয়া শিবিরের অভিযোগ, তৃণমূল দুষ্কৃতদের দল। তাদের কাছে সবসময় আগ্নেয়াস্ত্র থাকে। এটিই তৃণমূলের সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে।

বিজেপির জেলা সভাপতি বলেন, এটি ওদের কালচারে পরিণত হয়েছে। ওদের কাছে খুঁজলেই বোমা পাওয়া যাবে, একে-৪৭ পাওয়া যাবে। কয়েক বছরে মালদহকে বারুদের স্তূপে পরিণত করেছে। পুলিশ চাকরি চলে যাওয়ার ভয়ে কিছু বলতে পারছে না।

আরো পড়ুন:
ক্যাটরিনার বিয়েতে কঠোর নিরাপত্তা, ছবি ও ভিডিওর দাম ১০০ কোটি টাকা
কোথায় কী হচ্ছে, কে কী করছেন, সব খবর দলীয় প্রধানের কাছে আছে: সেতুমন্ত্রী

কিস্তু বিজেপির অভিযোগ মানতে চাচ্ছে না তৃণমূল। দলটির নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেছেন, তৃণমূল নেত্রীর হাতে যেটি দেখা গেছে তা আদৌও সত্যিকারের আগ্নেয়াস্ত্র নাকি খেলনা তা খতিয়ে দেখা হবে। এ বিষয়ে পুলিশ তদন্ত করবে। তবে সত্যিই যদি সরকারি অফিসে আগ্নেয়াস্ত্র নেওয়ার ঘটনা ঘটে, তবে তা মোটেও কাম্য নয়।

এ বিষয়ে এখনো মৃণালিনী মণ্ডলের বক্তব্য পাওয়া যায়নি। তৃণমূলের এ নেত্রী আগেও কয়েকবার বিতর্কে জড়িয়েছেন। তার স্বামীর বিরুদ্ধেও নানা বেআইনি কাজের অভিযোগ রয়েছে। সূত্র: হিন্দুস্তান টাইমস

ডিসেম্বর ০৭.২০২১ at ২১:৩৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/জানি/ইসন