ঘূর্ণিঝড় জাওয়াদ এর প্রভাবে চৌগাছায় দিনভর গুড়ি গুড়ি বৃষ্টি

ঘূর্ণিঝড় জাওয়াদ এর প্রভাবে সীমান্তবর্তী যশোরের চৌগাছা উপজেলাও বৈরি আবহাওয়া বিরাজ করছে। শনিবার থেকে বৈরি আবহাওয়া দিবাগত রাত থেকে শুরু হয় বৃষ্টি, রোববার সারাদিনও একই অবস্থা বিরাজ করছে। এখনো পর্যন্ত সূর্যের দেখা মেলেনি এই উপজেলায় ।
 গত দুই দিন ধরে চৌগাছার  আকাশ মেঘাচ্ছন্ন, তার সাথে সারাদিন গুড়ি গুড়ি বৃষ্টির ফলে এক প্রকার বিপাকেই পড়েছেন উপজেলার নিম্ন আয়ের সাধারণ মানুষ। সারাদিন বৃষ্টি হবার ফলে বিশেষ প্রয়োজন ছাড়া মানুষ তেমন একটা বাড়ির বাহিরে আসেনি।তবে বাজারের সবাই ব্যবসা প্রতিষ্ঠান খোলা থাকলেও মানুষের উপস্থিতি  তেমন একটা দেখা যায়নি।

এদিকে, গুড়ি গুড়ি বৃষ্টিতে ফসল ঘরে তোলা নিয়ে বেশ  শঙ্কিত এই  উপজেলার হাজারো কৃষক। ধান কাটার শেষ সময়ে এই অঝোর ধারা বৃষ্টিতে ধান নিয়ে  বিপাকে পড়েছেন কৃষকরা। এর মধ্যে বেশিরভাগ ধান চাষিরা ধান ঘরে তুলতে পারলেও এখনও অনেক মাঠের ধানই জমিতে কাটা রয়েছে। অনেকে আবার ধান কেটে মাড়াই করার জন্য বাড়িতে গাদা করে রেখেছে।

আরো পড়ুন :
শিবগঞ্জে ৩টি গরুসহ ২ চোর আটক
কোর্ট ইন্সপেক্টরের পর এবার নারী কনস্টেবল ক্লোজড

বড়খানপুর গ্রামের ধান চাষি মির্জা বলেন, এখন একটি জমির ধান কাটতে বাকি আছে। আবহাওয়া ভালো হলে কাটবো বলে মনে করছি ।

চৌগাছা বাজারের কাপড় ব্যবসায়ি হোসেন আলী বলেন, সারাদিন বৃষ্টি হবার ফলে আজ বাজারে ভিড় ছিল কম এর ফলে দোকানে তেমন বেচাকেনা হয়নি।

ডিসেম্বর ০৫.২০২১ at ২০:৩৫:০০ (GMT+06)
দেশদর্পণ/আক/মোমই/রারি